এক্সপ্লোর
Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে পা ভেঙে যাচ্ছিল রোহিতের! হিটম্যানকে আতঙ্কিত করে তুললেন কে?
Rohit Sharma: স্থানীয় বাঁ হাতি ফাস্টবোলার আওয়েস আমেদ ভারতের নেটে বল করতে এসেছিলেন। তাঁর বলে বারবার বেকায়দায় পড়তে হয় রোহিত শর্মাকে।

রোহিতকে বিপাকে ফেললেন আওয়েস। - পিটিআই
1/10

তিনি ভারতীয় দলের কাণ্ডারি। দলের নেতৃত্বের ভারও তাঁর ওপরই।
2/10

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্য-ব্যর্থতা অনেকটাই নির্ভর করে রয়েছে তাঁর ব্যাটের ওপর। ইনিংস ওপেন করতে নেমে তিনি বিধ্বংসী খেলা শুরু করলে ম্যাচের রাশ মুহূর্তে চলে আসে ভারতের হাতে।
3/10

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে সেই রোহিত শর্মারই পা ভেঙে যেতে পারত! এমনই জানিয়েছেন হিটম্যান স্বয়ং।
4/10

বৃহস্পতিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে বাংলাদেশ।
5/10

সেই ম্যাচের আগে দুবাইয়ে পুরোদমে অনুশীলন করছে ভারতীয় দল। বুধবার সেখানেই নেটে ব্যাটিংয়ের সময় পা ভাঙতে পারত রোহিত শর্মার।
6/10

স্থানীয় বাঁ হাতি ফাস্টবোলার আওয়েস আমেদ ভারতের নেটে বল করতে এসেছিলেন। তাঁর বলে বারবার বেকায়দায় পড়তে হয় রোহিত শর্মাকে।
7/10

বিশেষ করে আওয়েসের ইনস্যুইঙ্গিং ইয়র্কার সামলাতে হিমশিম খান রোহিত। ৩৭ বছরের তারকাকে বারবার বিব্রত করেন আওয়েস।
8/10

প্র্যাক্টিসের পর আওয়েসের সঙ্গে আলাদা করে কথা বলেন রোহিত। তাঁর বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেন হিটম্যান।
9/10

আওয়েসকে রোহিত বলেন, 'তুমি তো দারুণ ঘরানার বোলার। আমার জুতো, পা ভেঙে দিতে পারত তোমার ইনস্যুইঙ্গিং ইয়র্কার। দারুণ ভাই, দারুণ। তোমরা আমার প্রস্তুতিতে সাহায্য করছো। অনেক ধন্যবাদ।'
10/10

ঘটনা হচ্ছে, আওয়েস প্র্যাক্টিস করেন পাকিস্তানের তারকা ফাস্টবোলার মহম্মদ আমিরের তত্ত্বাবধানে। আমির-মন্ত্রেই এত ভয়ঙ্কর দুবাইয়ের পেসার। ছবি - পিটিআই ও এক্স
Published at : 19 Feb 2025 09:31 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
