D Gukesh vs Magnus Carlsen: গুকেশের কাছে পরাজয়, মানতে নারাজ? বিরক্তিতে দাবার বোর্ডেই ঘুষি ম্যাগনাস কার্লসেনের
D Gukesh Chess News: এদিনের ম্যাচে প্রথম থেকেই সাদা-কালো বোর্ডে আধিপত্য দেখিয়ে আসছিলেন ম্যাগনাস কার্লসেন। দাবার চালে গুকেশের উপর চাপ বাড়িয়ে তুলছিলেন তিনি।

নয়া দিল্লি: নরওয়ে দাবা প্রতিযোগিতায় প্রথম দিনের পুনরাবৃত্তি হল না এবার। বরং এবার ভারতের ডি গুকেশের কাছে নাটকীয়ভাবে হারলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। এর আগে গুকেশকে মাত্র ৫৫ দানে হারিয়ে দিয়েছিলেন কার্লসেন। কিন্তু নরওয়ে ওপেনের ষষ্ঠ রাউন্ডে এমন হারের পর বিরক্তিতে দাবার বোর্ডেই ঘুষি মারলেন ম্যাগনাস কার্লসেন। স্বতস্ফূর্ত সেই আবেগের মুহূর্তে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
শুরুতে অবশ্য লড়াই সমানে-সমানেই চলছিল। সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন ভারতীয় দাবাড়ু। তবে সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়াচ্ছিলেন কার্লসেন। সেই সময়ও ঠান্ডা মাথায় দৃঢ়তার সঙ্গে নিজেকে ধরে রেখেছিলেন গুকেশ। ক্লাসিক্যাল টাইম কন্ট্রোলেই নিজের দানের ভুলেই কুপোকাত হন কার্লসেন। ৩৪ বছর বয়সি কার্লসেন নিজের কর্মে চরম বিরক্তি প্রকাশ করে ফেলে ৬৪ খোপের বোর্ডের উপরই। হারের পরই টেবিলে এক ঘুষি! যা দেখে কিছুটা হতবাক হয়ে পড়ে বিশ্ব দাবা গ্র্যান্ডমাস্টার।
OH MY GOD 😳🤯😲 pic.twitter.com/QSbbrvQFkE
— Norway Chess (@NorwayChess) June 1, 2025
তবে এদিনের ম্যাচে প্রথম থেকেই সাদা-কালো বোর্ডে আধিপত্য দেখিয়ে আসছিলেন ম্যাগনাস কার্লসেন। দাবার চালে গুকেশের উপর চাপ বাড়িয়ে তুলছিলেন তিনি। তবে গোটা ম্যাচে শৃঙ্খলা-সংযমের পরিচয় দিয়েছেন গুকেশ। পাল্টা আক্রমণের মাধ্যমে সেই চাপ পাল্টা ফেরত দিয়েছেন তিনি।
Carlsen outplayed Gukesh, made massive blunder to lose a winning game!
— Susan Polgar (@SusanPolgar) June 1, 2025
This is the biggest shock of the year! Carlsen rarely loses in classical chess, and he rarely commits big blunders. He was playing so well with the black pieces in round 6 in Norway against Gukesh. He had a… pic.twitter.com/vwwPwEdMqZ
নরওয়ে দাবায় এত বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার দাবায় কার্লসেনকে পরাজিত করেছে কোনও ভারতীয় কিশোর। কার্লসেন খেলার বেশিরভাগ সময় নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন। কিন্তু কয়েকটি দানের ভুলেই মুহূর্তে বদলে যায় খেলা। গুকেশ হাল ছাড়েননি। অবশেষে জয় পান তিনি।
এদিন ভারতীয় দাবার জন্য এটি একটি স্মরণীয় দিন ছিল। কারণ অর্জুন এরিগাইসি চিনা গ্র্যান্ডমাস্টার ওয়েই ইয়িকে পরাজিত করেছিলেন। পর পর এই জয়, ভারতীয় দলকে একটি শক্তিশালী জায়গায় পৌঁছে দিয়েছে।






















