রাহুল দ্রাবিড় বাঁহাতি ব্যাটসম্যান! উল্লেখ আইসিসি-র ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা
আইসিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে একটা বড়সড় ভুল নজরে পড়তে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন নেটিজেনরা। ওয়েবসাইটের হল অফ ফেম পেজে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়কে আইসিসি বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে উল্লেখ করে।
Yo @ICC who is keeping a record of your Hall of Fame page?? Since when Rahul Dravid batted left hand ??! @bhogleharsha @sachin_rt @SGanguly99 @BCCI @mohanstatsman @VVSLaxman281 @anilkumble1074 @KumarSanga2 ..someone get this rectified plz !! pic.twitter.com/WmZKRR3yNC
— Phanindra Gopal Yadavalli (@PhanindraGopalY) July 18, 2019
Everything is right but Rahul Dravid is not a Left hand batsman. pic.twitter.com/6blxK0SGoB
— ???????????????????? (@imJr19) July 2, 2014
Dear @ICC Really? Rahul dravid is a left hand batsman?@cricketaakash @BCCI @aajtak #RahulDravid #India #Cricket pic.twitter.com/WUh4H308qQ
— Brijesh Patel (@Brijesh22186) September 20, 2019
While checking @ICC Official site, I have found mistake in Hall of fame section. 'Rahul Dravid' is Right Hand Batsman and the record is written wrong showing Left Hand Batsman.
My kind request is to correct it. pic.twitter.com/vMv03p0jfy — Mehul Parmar???????? (@TheMehulParmar) September 20, 2019
সোশ্যাল মিডিয়ায় এই সমালোচনার পর আইসিসি ওই ত্রুটি সংশোধন করে। গত বছর পঞ্চম ভারতীয় হিসেবে হল অফ ফেমের অন্তর্ভূক্ত হয়েছিসেন দ্রাবিড়। এই উপলক্ষ্যে তিরুবনন্তপুরমে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের একদিনের ম্যাচের সময় দ্রাবিড় তাঁর সহ হল অফ ফেমার সুনীল গাওস্করের হাত থেকে স্মারক টুপি গ্রহণ করেছিলেন। ১৯৯৬ থেকে ২০১২ পর্যন্ত ভারতের হয়ে ১৬৪ টেস্ট ও ৩৪৪ একদিনের ম্যাচ খেলেছেন। দুই ফর্ম্যাটে তাঁর মোট রান ২৪,১৭৭।Hey @icc please correct hall of fame data rahul dravid is a right hand batsman not left hand batsman pic.twitter.com/7cG7FEamiM
— Sandeep Kumar (@Sandeepdbg1) September 20, 2019