Kylian Mbappe: নিজের জন্মদিনেই ছোট ভাইয়ের পিএসজিতে অভিষেক, জোড়া গোলে স্মরণীয় মুহূর্ত উপহার এমবাপের
PSG Update: পিএসজি দলে অভিষেক হল ফরাসি স্ট্রাইকারের ছোট ভাই ১৬ বছরের ইথান এমবাপের। এই জয়ের সঙ্গে সঙ্গে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে বছর শেষ করল ফরাসি ক্লাবটি
প্যারিস: নিজের ২৫ তম জন্মদিন স্মরণীয় করে রাখলেন কিলিয়ান এমবাপে। লিগ ওয়ানের ম্য়াচে মেটজের বিরুদ্ধে পিএসজি ৩-১ গোলে জয় ছিনিয়ে নিল। যেই ম্যাচে ২টো গোলই করলেন ফরাসি স্ট্রাইকার। শুধু তাইই নয়, এই জন এমবাপের জন্য আরও স্মরণীয় কারণ এই ম্য়াচের মধ্যে দিয়েই সিনিয়র পিএসজি দলে অভিষেক হল ফরাসি স্ট্রাইকারের ছোট ভাই ১৬ বছরের ইথান এমবাপের। এই জয়ের সঙ্গে সঙ্গে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে বছর শেষ করল পিএসজি।
এদিনের ম্যাচে প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটের মাথায় ভিটিনহার গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর ৬০ মিনিটের মাথায় ম্যাচে নিজের প্রথম গোল করেন এমবাপে। ২০ মিটার দূরত্বের কর্নার থেকে দুরন্ত শট বল জালে জড়ান ফরাসি স্ট্রাইকার। এরপর ৭২ মিনিটের মাথায় মেটজের হয়ে ব্যবধানে কমান ম্যাথিউ উদল। তবে ৮৩ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও পিএসজির তৃতীয় গোল করেন ম্যাচে মেটজের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন এমবাপে। পিএসজির প্রথম প্লেয়ার হিসেবে গত ৬ বছরে প্রথমবার নিজের জন্মদিনে গোল করলেন এমবাপে। এটাই হয়ত তাঁর শেষ জন্মদিন হতে পারে পিএসজির জার্সিতে। কারণ এই মরসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ফরাসি স্ট্রাইকারের। তবে কিলিয়ান চলে গেলেও ইথান এমবাপে রয়েছেন। যিনি সম্পর্কে কিলিয়ান এমবাপের ছোট ভাই। মেটজের বিরুদ্ধে ম্য়াচেই অভিষেক হয় ইথানের।
ম্য়াচের অতিরিক্ত সময়ে ১৬ বছরের ইথানকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন লুইস এনরিকে। কিলিয়ান স্ট্রাইকার হিসেবে খেললেও ইথান মিডফিল্ডার হিসেবে খেলেন। গোল করার সুযোগ তৈরি করেন।
উল্লেখ্য, পুরুষদের ফুটবলে ফিফার বর্ষসেরা ফুটবলারের দৌড়ে লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর সঙ্গে মনোনয়ন পেলেন আর্লিং হালান্ড (Erling Haland) ও কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। তালিকায় আছেন মোট ১২ জন খেলোয়াড়। মহিলাদের ফুটবলে ফিফার বর্ষসেরা ফুটবলারের (Fifa ) জন্য মনোনীত হয়েছেন স্পেনের এইতানা বোনমাতি। মহিলাদের বিশ্বকাপেও গোল্ডেন বল অ্যাওয়ার্ড জিতেছেন এইতানা। পুরুষদের বিভাগে প্রায় ৬ জন ফুটবলার রয়েছে যাঁদের নাম মনোনীত হয়েছে, প্রত্যেকেই ম্যাঞ্চেস্টার সিটির। সিটির কোচের দায়িত্বে রয়েছেন পেপ গুয়ার্দিয়ওয়ালা। যিনি পুরুষদের বিভাগে সেরা কোচের দৌড়ে রয়েছেন। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছে। প্রথম বছরই এই পুরস্কার পান রোনাল্ডো। (Ronaldo) ২০১৭ সালেও তিনি এই পুরস্কার পান। এরপর থেকে আর এই পুরস্কার জেতেননি সি আর সেভেন। ফিফার সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে মেসিদের সঙ্গে আছেন তরুণ আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ।