বার্সেলোনা হামলা: শোকবার্তা মেসি, রোনাল্ডো, নেইমারের
বার্সেলোনা: বার্সেলোনায় জঙ্গি হামলায় নিহত পরিবারের পাশে মেসি-রোনাল্ডোরা। সবরকমের সহযোগিতার আশ্বাস স্প্যানিশ ক্লাব ফুটবলের এই দুই সুপারস্টারের। ঘটনার প্রেক্ষিতে শোকপ্রকাশ সদ্য বার্সেলোনা থেকে প্যারিস সাঁ জাঁ-য় যাওয়া নেইমারের। পরিসংখ্যান বলছে, পর্যটকদের কাছে বিশ্বের সেরা কুড়ি পর্যটন কেন্দ্রের মধ্যে একটি বার্সিলোনা। একদিকে শিল্প-সংস্কৃতি, অন্যদিকে ফর্মূলা ওয়ান ট্র্যাক থেকে বিখ্যাত বার্সেলোনা ফুটবল ক্লাবের স্টেডিয়াম ন্যু ক্যাম্প। প্রাণ ভরে শ্বাস নেওয়ার শহর বার্সেলোনার জীবন যেন হঠাৎই নিশ্চুপ জঙ্গি হামলায়। বার্সেলোনার ঘটনার প্রেক্ষিতে শোকাহত মেসি থেকে রোনাল্ডো। সোশ্যাল মিডিয়া শোকপ্রকাশ ফুটবল সুপারস্টারদের। টুইটারে রোনাল্ডো জানিয়েছেন, বার্সেলোনার থেকে যে খবর আসছে, তাতে আমি আতঙ্কিত! নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। পাশে আছি। মেসি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আমাদের প্রিয় বার্সেলোনায় ভয়াবহ জঙ্গি হামলায় নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। সম্প্রতি বার্সেলোনা ছেড়ে প্যারি সাঁজাঁয় যোগ দিয়েছেন নেইমার। তবে বার্সিলোনার খবর পাওয়ার পর নেইমারের শোকবার্তা, ভগবান পরিবারগুলোকে দেখুন! বার্সেলোনার জন্য প্রার্থনা। বার্সেলোনা আমি তোমায় ভালবাসি।