MI vs GT Innings Highlights: ওয়াংখেড়েতে সৌরঝড়! ৪৯ বলে সেঞ্চুরি সূর্যের, গুজরাতের বিরুদ্ধে মুম্বই তুলল ২১৮/৫
Suryakumar Yadav: শুক্রবার ৪৮ বলে সেঞ্চুরি করলেন। আইপিএলে সূর্যকুমারের প্রথম সেঞ্চুরি। মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসের শেষ বলে আলজারি জোসেফকে স্যুইপ শটে ছক্কা মেরে সেঞ্চুরি করলেন।
মুম্বই: দীর্ঘদিন পর ছন্দে দেখাচ্ছিল রোহিত শর্মাকে। ব্যাটে-বলে হতে শুরু করেছিল ঈশান কিষাণের। মাত্র ৬ ওভারের মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স বোর্ডে তুলে ফেলেছিল বিনা উইকেটে ৬১ রান। সেখান থেকে প্রত্যাঘাত রশিদ খানের। সপ্তম ওভারে পরপর রোহিত শর্মা (১৮ বলে ২৯ রান) ও ঈশানকে (২০ বলে ৩১ রান) তুলে নিলেন আফগান লেগস্পিনার। মনে হচ্ছিল, হয়তো দলের সেরা স্পিনারের জাদুতে ভর করে ম্যাচে ফিরল গুজরাত টাইটান্স।
কিন্তু অন্যরকম ভেবেছিলেন সূর্যকুমার যাদব। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে পরপর তিন ম্যাচে শূন্যতে আউট হয়ে সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন স্কাই। আইপিএলের প্রথমার্ধেও তিনি ম্লান ছিলেন। কিন্ত টুর্নামেন্ট যত এগোচ্ছে, পরিচিত ছন্দে দেখা যাচ্ছে তাঁকে। শুক্রবার ৪৮ বলে সেঞ্চুরি করলেন। আইপিএলে সূর্যকুমারের প্রথম সেঞ্চুরি। মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসের শেষ বলে আলজারি জোসেফকে স্যুইপ শটে ছক্কা মেরে সেঞ্চুরি করলেন। ৪৮ বলে ১০৩ রানে অপরাজিত রইলেন সূর্য।
সৌরঝড়ের দাপটে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স তুলল ২১৮/৫।
ওয়াংখেড়েতে এক ঘণ্টা ১৩ মিনিটের বিনোদনে ১১টি চার ও ৬টি ছক্কা মেরেছেন সূর্য। এ বি ডিভিলিয়ার্সের মতো উইকেটের চারপাশে শট খেলতে পারেন বলে সূর্যকুমারকে বলা হয় বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। ২১০ স্ট্রাইক রেট রেখে বিধ্বংসী ইনিংস খেললেন তিনি। একমাত্র রশিদ খানকে কিছুটা সমীহ করলেন। ৪ ওভারে ৩০ রান খরচ করে ৪ উইকেট নিলেন রশিদ। পার্পল ক্যাপ ছিনিয়ে নিলেন যুজবেন্দ্র চাহালের কাছ থেকে। চলতি আইপিএলে ২৩টি উইকেট হয়ে গেল রশিদের। চাহালের রয়েছে ২১টি উইকেট।
View this post on Instagram
তবে রশিদ ছাড়া গুজরাত টাইটান্সের আর কোনও বোলার নজর কাড়তে পারেননি। গোটা আইপিএলে দুরন্ত বোলিং করা মহম্মদ শামি ৪ ওভারে দিলেন ৫৩ রান। জোসেফ ৪ ওভারে দিলেন ৫২।
আরও পড়ুন: ৩ ম্যাচে ৪০ রান করে কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই যশস্বীর ব্যাটেই আইপিএলে রেকর্ড