এক্সপ্লোর
Advertisement
২১৬৮ বছরের রেকর্ড ভাঙলেন ফেল্পস!
রিও ডি জেনেইরো: ১০ বা ৩০ বছর নয়৷ এমনকী, ১০০ বছরেরও নয়৷ একেবারে ২১৬৮ বছরের রেকর্ডই ভেঙে দিলেন মাইকেল ফেল্পস৷ অলিম্পিক ইতিহাসে নতুন নজির গড়লেন বাল্টিমোর বুলেট৷ প্রাচীন অলিম্পিকে গ্রিসের অ্যাথলিট লিওনিদাসের ১২টি ব্যক্তিগত ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ভেঙে ইতিহাস ফেল্পসের৷
রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য৷ তা বলে ২১৬৮ বছরের রেকর্ড ভাঙা! এই বিরল কীর্তিই ঘটালেন ফেল্পস৷ ২১৬৮ বছর আগে প্রাচীন অলিম্পিকের যুগে ১২টি ব্যক্তিগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন গ্রিসের অ্যাথলিট লিওনিদাস অব রোডস৷ সেই রেকর্ড ভেঙে ১৩টি ইভেন্টে চ্যাম্পিয়ন হলেন ফেল্পস।
১৫২ খ্রিস্টপূর্বাব্দের সেই অলিম্পিক্স রেকর্ড আধুনিক অলিম্পিকের কোনও প্রতিযোগী ভাঙতে পারেননি ফেল্পসের আগে। আর আধুনিক যুগে ফেল্পসের ২১ সোনার পরে রয়েছেন ভূতপূর্ব সোভিয়েত ইউনিয়নের লারিসা ল্যাটিনিনার৷ তাঁর ব্যক্তিগত সোনা ৯টি। মোট পদক সংখ্যা ছিল ১৮।
শুক্রবার স্থানীয় সময়ে প্রায় গভীর রাতে ২০০ মিটার ব্যক্তিগত মেডলে-তে ২২তম সোনার পদকটি জেতেন ফেল্পস৷ মোট সোনার পদক থেকে মোট পদক, সবেতেই রেকর্ড করা হয়ে গিয়েছিল বাল্টিমোর বুলেটের৷ শুধু তাই নয়, রিওয় এ বারে বেশ কয়েকটি রেকর্ড গড়লেন ফেল্পস৷ টানা ১২ বছর সাঁতারের ব্যক্তিগত বিভাগে সোনা জেতার রেকর্ড থেকে সবচেয়ে বেশি বয়সে সাঁতাকে অলিম্পিকে সোনা জয়ের রেকর্ড৷ সবই এই অলিম্পিকে করেই ফেললেন জলের রাজা ফেল্পস৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement