IPL 2022 Auction: এই দেশ থেকে কেউ কোনওদিন আইপিএল খেলেননি, পথ দেখাবেন দোরজি?
Mikyo Dorji: দার্জিলিংয়ের সেন্ট জোসেফ স্কুলে পড়াশোনা করার সময় থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ দোরজির। চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনে সুযোগ পান। তখনই ধোনির সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল।
থিম্পু: তাঁর দেশ থেকে কেউ কোনওদিন আইপিএল খেলা তো দূর অস্ত, আইপিএলের নিলামে নাম পর্যন্ত দেননি। এবার কি ইতিহাস গড়বেন মিকো দোরজি (Mikyo Dorji) ?
এর আগে নেপালের সন্দীপ লামিচানে আইপিএলে খেলেছেন। ফের একবার আইসিসি-র অ্যাসোসিয়েট দেশের কোনও ক্রিকেটারকে দেখা যেতে পারে আইপিএলে। এবারের নিলামে লামিচানের মতোই আইপিএলের মূলপর্বে জায়গা করে নেওয়ার লড়াই চালাবেন ভুটানের ক্রিকেটার মিকো দর্জি। মহেন্দ্র সিং ধোনির ভক্ত মিকো আইপিএলের নিলামের ইতিহাসে ভুটানের প্রথম ক্রিকেটার হিসাবে নিজের নাম নথিভুক্ত করেছেন।
প্রসঙ্গত ২০১৭ সালে প্রথম আইসিসির অ্যাসোসিয়েট দেশের মর্যাদা পেয়েছিল ভুটান। বিশ্ব ক্রিকেটে এখনও দাগ কাটার মতো কোনও পারফরম্যান্স করে উঠতে পারেনি ভুটান। তবে ২২ বছর বয়সী ভুটানিজ ক্রিকেটার মিকো দোরজি চান ইতিহাস রচনা করতে। যে কোনও একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলাই তাঁর লক্ষ্য। ২০১৮ সালে মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তার অভিষেক ঘটেছিল।
দার্জিলিংয়ের সেন্ট জোসেফ স্কুলে পড়াশোনা করার সময় থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ জন্মেছিল দোরজির। ২০১৮ এবং ২০১৯ সালে তিনি চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনে ও ক্লাস করার সুযোগ পেয়েছেন। তখনই তিনি তাঁর আদর্শ ধোনির সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল। ধোনির কাছ থেকেই পাঠ পেয়েছিলেন কঠিন পরিশ্রমের। ২০২১ সালে তিনি প্রথম ভুটানের ক্রিকেটার হিসেবে নেপালের এভারেস্ট প্রিমিয়র লিগে খেলার সুযোগ পান।
দোরজি একটি সাক্ষাৎকারে বলেছেন, 'আইপিএলে খেলাটা আমার সবথেকে বড় স্বপ্ন। আইপিএলের নিলামের তালিকা আমার বন্ধুরা দেখেছে। সেখানে আমার নাম দেখার পরে অনেকেই আমাকে ফোন করেছিল। এই নাম নথিভুক্ত করাটাও ভুটান ক্রিকেটের জন্য খুব বড় বিষয়। ভবিষ্যতে যদি কোনও ফ্র্যাঞ্চাইজি ভুটানের কোনও ক্রিকেটারকে নেয় তাহলে তা খুব বড় ব্যাপার হবে। ভুটানের ফুটবলার চেঞ্চো ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খেলেছে যা খুব বড় বিষয়। মানুষ উপলব্ধি করেছে এই খেলার মধ্যে দিয়ে তারা ভাল টাকা উপার্জন করতে পারবে। ভাল কেরিয়ার গড়তে পারবে যদি তারা আইপিএলে জায়গা করে নিতে পারে।'