Mirabai Chanu Wins Gold: সিঙ্গাপুরে সোনা জয়, কমনওয়েলথ গেমসে যোগ্যতা অর্জন মীরাবাঈ চানুর
Mirabai Chanu Wins Gold: সিঙ্গাপুর ওয়েটলিফটিং ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে সোনা জয়ের সঙ্গে সঙ্গেই কমনওয়েলথ গেমসের জন্য যোগ্যতা অর্জন করেন মণিপুরের এই তরুণী।
নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে রুপো জিতে নজর কেড়েছিলেন। এবার কমনওয়েলথ গেমসে ৫৫ কেজি ক্যাটাগরিতে যোগ্যতা অর্জন করলেন তিনি। সিঙ্গাপুর ওয়েটলিফটিং ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে সোনা জয়ের সঙ্গে সঙ্গেই কমনওয়েলথ গেমসের জন্য যোগ্যতা অর্জন করেন মণিপুরের এই তরুণী।
এই প্রথমবার ৫৫ কেজি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বীতায় নেমেছিলেন চানু। মোট ১৯১ কেজি ভারোত্তলন করেন চানু। ৮৬ কেজি ও ১০৫ কেজি ওজন তোলেন মীরাবাঈ। দ্বিতীয় স্থানে ছিলেন অস্ট্রেলিয়ার জেসিকা সেয়াসটেনকো, যিনি মীরাবাঈয়ের থেকে মোট ২৪ কেজি কম ভারোত্তলন উঠিয়েছিলেন।
গত বছর টোকিও অলিম্পিক্সের পর এই প্রথমবার বড় কোনও টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন মীরাবাঈ চানু। ২৭ বছরের এই তরুণী ৪৯ কেজি বিভাগেও কমনওয়েলথ গেমসে যোগ্যতা অর্জন করেছিলেন।
টোকিও অলিম্পিক্সে প্রথম ভারতবাসীর মুখ উজ্জ্বল করেছেন ইম্ফলের মীরাবাঈ চানু। অলিম্পিক্সের চলতি মরসুমে ভারতের হয়ে প্রথম পদক জেতেন চানু। ৪৯ কেজি ভারোত্তোলনে প্রতিনিধিত্ব করেন ভারতের হয়ে। জেতেন রুপো। কোটি কোটি ভারতবাসীর উপচে পড়া শুভেচ্ছাবার্তার সঙ্গেই দেশে ফেরার পর চানুকে তাঁর যোগ্য সম্মান দিতে কোনও ত্রুটি রাখছে না সরকারও। একের পর এক উপহারে ভরিয়ে দেওয়া হচ্ছে ২৬ বছরের ভারোত্তোলককে।
তবে এবার শুধু চানু নয়। অলিম্পিক্সে অংশগ্রহণকারী সমস্ত ভারতীয় অ্যাথলিটদের জন্য এক অভিনব উপহার নিয়ে এল এক বিখ্য়াত মাল্টিপ্লেক্স চেন। ভারতের হয়ে অলিম্পিক গেমসে মেডেল জিতলেই গোটা জীবন বিনামূল্যে মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখার সুযোগ পাওয়া যাবে। এমনটাই নিজেদের ট্যুইটার হ্যান্ডলে ঘোষণা করল আইনক্স লেজার লিমিটেড কর্তৃপক্ষ। অর্থাৎ মীরাবাঈ চানুর ঝুলিতে আরও এক উপহার। আগেই এক বিখ্যাত পিৎজা প্রস্তুতকারক সংস্থা চানুর জন্য আজীবন ফ্রি পিৎজার ঘোষণা করেছিল। সেই তালিকায় যুক্ত হল ফ্রি সিনেমাও। তবে এই সুযোগ কেবল চানুর জন্য নয়। চলতি অলিম্পিক্সে ভারতের আর কেউ পদক জিতলেও আজীবন নিখরচায় আইনক্স মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখার সুযোগ পাবেন।