টেস্ট সিরিজ জিতে ইংল্যান্ডের ‘সেরা স্মৃতি’ নিয়ে যেতে চান আমির
লন্ডন: মাত্র কয়েকদিন আগেই তাঁর বিধ্বংসী সুইং বোলিংয়ে ভর করে ঐতিহ্যবাহী লর্ডসে প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। কিন্তু, দলের ফাস্ট বোলার মহম্মদ আমির এখনই আত্মতুষ্ট হতে রাজি নন। বাঁ-হাতি পেসারের আশা, আগামী শুক্রবার হেডিংলিতে শুরু হতে চলা দ্বিতীয় তথা শেষ টেস্টে জিতে সিরিজ দখল করা। তবেই ইংল্যান্ডের ‘স্মৃতি সেরা’ হবে।
মহম্মদ আমির বিশ্বের একমাত্র ক্রিকেটার, একই ম্যাচে যিনি কেরিয়ারের সবচেয়ে বড় সুনাম ও একইসঙ্গে বদনাম—দুই-ই অর্জন করেছেন। ২০১০ সালে এই মাঠেই ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে ৬ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তৎকালীন ১৯-বছরের আমির। কিন্তু, ওই ম্যাচেই তিনি স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। পাঁচ বছরের নির্বাসন ও জেলহাজত হয় তাঁর।
কিন্তু, সে সব অতীত। নির্বাসন কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি। তারপর একাধিক দুরন্ত পারফরম্যান্স করেছেন। যার অন্যতম হল গত বছর ওভালে ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। যেখানে তিনি তাঁর বোলিং দিয়ে ভারতকে পর্যুদস্ত করেছিলেন।
সদ্য সমাপ্ত টেস্টেও সেই গতি ও সুইংয়ের ধারা বজায় রেখে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের নাকানি-চোবানি খাইয়েছেন আমির। রবিবার শেষ হওয়া ওই টেস্টে আমির দু-ইনিংসে পাঁচ উইকেট নেন। এর মধ্যে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এপ্রসঙ্গে, বাঁহাতি পাক বোলার বলেন, ইংল্যান্ডকে তাদের দেশে হারানোটা বড় কৃতিত্ব। তবে, আমরা যদি সিরিজ জিততে পারি, তাহলে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে সেরা স্মৃতি।