Mohammed Shami : 'পাকিস্তানের কিছু খেলোয়াড় আমার সাফল্য হজম করতে পারছেন না' বিস্ফোরক মহম্মদ শামি
World Cup : ভারতের হয়ে বিশ্বকাপের শুরুর দিকে কয়েকটি ম্যাচে খেলার সুযোগ পাননি শামি। কিন্তু তা নিয়ে পাকিস্তানের কয়েকজন প্রাক্তন খেলোয়াড়দের টিকা-টিপ্পনি নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ ভারতীয় পেসার।
মুম্বই : স্বপ্নের বিশ্বকাপ (World Cup 2023) গিয়েছে তাঁর। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতের স্বপ্নভঙ্গ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে ক্রিকেট বিশ্বযুদ্ধে উজ্জ্বল মহম্মদ শামি (Mohammed Shami)। ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক ২৪ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। তাও মাত্র ৭ ম্যাচ খেলে। আর বিশ্বকাপের শেষেই নিজের পারফরম্যান্স নিয়ে কার্যত বিস্ফোরণ ঘটালেন তিনি। বলা ভাল, পাকিস্তানের কিছু প্রাক্তন খেলোয়াড়দের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন বাংলার পেসার। মহম্মদ শামির সাফ কথা, 'পাকিস্তানের কিছু খেলোয়াড়ের মনে হয় আমার সাফল্য হজম করতে পারছে না।'
এক সাক্ষাৎকারে ভারতের পেসার মহম্মদ শামি বলেছেন, 'আমি তো চাইব আরও দশ বোলার এরকম পারফর্ম করুক। তাতে তো খুশিই হব। কোনও হিংসা নেই। আমার তো মনে হয় বাকিদের সাফল্য উপভোগ করতে শিখলেই আরও ভাল ক্রিকেটার-মানুষ হওয়া যায়। কিন্তু পাকিস্তানের কিছু খেলোয়াড়ের মনে হয় আমার সাফল্য হজম হচ্ছে না। তাঁদের মাথায় রয়েছে একটাই কথা, আমরাই সেরা। তাঁদের বলতে ইচ্ছা করে, সেরা লোকজন পারফরম্যান্সে হয়। কেউ সবসময়ের জন্য সেরা হয় না।'
ভারতের হয়ে বিশ্বকাপের শুরুর দিকে কয়েকটি ম্যাচে খেলার সুযোগ পাননি শামি। কিন্তু তা নিয়ে পাকিস্তানের কয়েকজন প্রাক্তন খেলোয়াড়দের টিকা-টিপ্পনি নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ শামি। পাশাপাশি বিশ্বকাপের মাঝে বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র থেকে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার, নতুন বল পাওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগও করেছিলেন হাসান রাজার মতো পাক ক্রিকেটের প্রাক্তনীরা। যা নিয়ে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শামি।
কলকাতা নাইট রাইডার্স শিবিরে থাকাকালীন কিংবদন্তি ওয়াসিম আক্রামের হাতে থেকে বোলিং স্কিলে ধার বাড়ানো মহম্মদ শামির বক্তব্য, 'একটা টিভি শো-তে ওয়াসিম ভাই বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, কখন কীভাবে ৫০ ওভারের ম্যাচে বল পায় দলগুলো। তারপরও এরকম মন্তব্য ! কেউ যদি ক্রিকেট সম্পর্কে না জানত তাহলে নয় মেনে নেওয়া যায়। কিন্তু ক্রিকেট সম্পর্কে শুধু ভাল জ্ঞানই নয়, আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকা লোকজন এই ধরণের মন্তব্য করলে তা শুনে অবাকই হতে হয়। বিরক্তও লাগে।'
আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনালের বদলার সুযোগ সূর্যদের, অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ কখন, কোথায় দেখবেন ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।