আন্তর্জাতিক কেরিয়ারের মেয়াদ বাড়াতে চান পাকিস্তানি পেসার মহম্মদ আমির। এ জন্য টেস্ট কেরিয়ার ছোট করার কথা ভাবছেন তিনি।
2/10
সেই ২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে মাত্র ৩০ টি টেস্ট খেলেছেন তিনি।
3/10
২০১০-এ লর্ডসে স্পট-ফিক্সিংয়ের ঘটনায় তাঁর কেরিয়ার প্রায় ধ্বংসের মুখে পড়েছিল। পাঁচ বছরের জন্য তাঁকে নির্বাসিত করা হয়।
4/10
যখন নির্বাসিত হয়েছিলেন, তখন তাঁর বয়স ছিল ১৮। ওই সময় পর্যন্ত ১৮ টি টেস্ট খেলেছিলেন তিনি। ২০১৬-র গোড়ায় নির্বাসনের শেষে কামব্যাক ঘটে আমিরের। তারপর থেকে ১৬ টি টেস্ট খেলেছেন তিনি।
5/10
২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের অন্যতম কারিগর ছিলেন আমির।
6/10
সম্প্রতি একটি সাক্ষাত্কারে আমির স্বীকার করেছেন, নির্বাসনের কারণে কেরিয়ারের সবচেয়ে মূল্যবান সময়টা নষ্ট হয়ে গিয়েছে। তাই টেস্ট কেরিয়ার ছোট করে খেলার মেয়াদ আরও বাড়াতে চান তিনি।
7/10
আমির পাকিস্তান দলের কোচ মিকি আর্থারের সঙ্গে তাঁর একটি সমঝোতার কথাও জানিয়েছেন। ওই সমঝোতা অনুসারে, ভবিষ্যতে আমিরের ওয়ার্কলোডের বিষয়টি সমঝে চলা হবে।
8/10
এখন অনেক বেশি ক্রিকেট খেলা হয়। এই বাস্তবতার কথা মাথায় রেখে আমির রোটেশন নীতির কথা বলেছেন। যাতে প্রত্যেকেই তাজা ও সম্পূর্ণ ফিট হয়ে খেলতে পারে।
9/10
আমির জানিয়েছেন, আগামী বিশ্বকাপে খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন এবং এজন্য তাঁর প্রস্তুতি ভালোমতোই চলছে।
10/10
তিনি টেস্ট খেলা একেবারেই ছাড়তে চান বলে গত বছর যে জল্পনা ছড়িয়েছিল, তা নাকচ করে দিয়েছেন এই পেসার।