এক্সপ্লোর
আইপিএল আয়োজনের সুযোগ করে দিতে এশিয়া কাপের সূচি বদল মানা হবে না, হুমকি পাক বোর্ডের
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজনের সুযোগ করে দিতে কোনওভাবেই এশিয়া কাপের সূচীতে কোনও পরিবর্তন করা যাবে না। এমনই হুমকি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইপিএলের জন্য এশিয়া কাপের সূচীতে কোনওরকম অদল বদল করা হলে তাঁরা আপত্তি করবেন বলে জানিয়েছেন পিসিবি-র সিইও ওয়াসিম খান।
করাচি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজনের সুযোগ করে দিতে কোনওভাবেই এশিয়া কাপের সূচীতে কোনও পরিবর্তন করা যাবে না। এমনই হুমকি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইপিএলের জন্য এশিয়া কাপের সূচীতে কোনওরকম অদল বদল করা হলে তাঁরা আপত্তি করবেন বলে জানিয়েছেন পিসিবি-র সিইও ওয়াসিম খান।
তিনি বলেছেন, আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজন নির্ধারিত রয়েছে। চলতি স্বাস্থ্য সংকট এর নির্দিষ্ট সময়ে আয়োজিত না হওয়ার কারণ হতে পারে। কিন্তু আইপিএল আয়োজনের জন্য এশিয়া কাপ পিছিয়ে দেওয়া হয়, আমরা তা মেনে নেব না।
খান আরও বলেছেন, আমি এশিয়া কাপ নভেম্বর-ডিসেম্বরে আয়োজনের কথা হচ্ছে। কিন্তু তা আমাদের পক্ষে গ্রহণযোগ্য নয়। যদি কোনও এক সদস্য দেশের কথা ভেবে এমনটা করা হয়, তাহলে আমরা তা সমর্থন করব না।
উল্লেখ্য, পিসিবি প্রাথমিকভাবে পাকিস্তানে এশিয়া কাপের আয়োজন করতে চেয়েছিল। কিন্তু পরে তা সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
যদিও করোনাভাইরাস মহামারির জন্য ক্রিকেট ক্যালেন্ডার ওলট-পালট হয়ে গিয়েছে। আইপিএলও স্থগিত হয়ে গিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল আয়োজনের জল্পনাও শুরু হয়েছে।
যদিও বিসিসিআই জানিয়েছে যে, করোনাজনিত পরিস্থিতির উন্নতি ও দেশে লকডাউন শিথিল না হওয়া পর্যন্ত আইপিএল আয়োজন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement