এক্সপ্লোর
ধোনি এখনই অবসর নিচ্ছেন না, জানালেন প্রসাদ
আজ বিরাট কোহলির একটি ট্যুইট ঘিরে ধোনির অবসরের জল্পনা শুরু হয়।

নয়াদিল্লি: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তিনি এ বিষয়ে প্রশ্নের জবাবে জানিয়েছেন, ‘আমি এ কথা শুনে অবাক হচ্ছি। ধোনি অবসর নিচ্ছে না।’ আজ বিরাট কোহলির একটি ট্যুইট ঘিরে ধোনির অবসরের জল্পনা শুরু হয়। ২০১৬ টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচের কথা উল্লেখ করে বিরাট লেখেন, ‘আমি ওই ম্যাচের কথা ভুলতে পারব না। সেটা বিশেষ রাত ছিল। এই ব্যক্তি আমাকে ফিটনেস টেস্টের মতো দৌড় করিয়েছিল।’ এরপরেই ক্রিকেটমহলে আলোচনা শুরু হয়ে যায়, বিরাট কি ধোনির অবসরের ইঙ্গিত দিলেন? অবশেষে এই জল্পনায় জল ঢেলে দিলেন প্রসাদ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















