এক্সপ্লোর
ধোনি ও গিলক্রিস্টের মধ্যে উইকেটকিপার হিসাবে এগিয়ে কে? কাকে বেছে নিলেন পাক তারকা সরফরাজ?
আট মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন প্রাক্তন অধিনায়ক ও উইকেটকিপার সরফরাজ আহমেদ।

নয়াদিল্লি: আগামী মাসে ইংল্যান্ডের সঙ্গে তিন টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জোড়া সিরিজ খেলবে পাকিস্তান। তার আগে বেছে নেওয়া হয়েছে ২৯ জনের পাকিস্তান দল। আট মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন প্রাক্তন অধিনায়ক ও উইকেটকিপার সরফরাজ আহমেদ।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, অ্যাডাম গিলক্রিস্ট ও মহেন্দ্র সিংহ ধোনির মধ্যে উইকেটকিপার হিসাবে কে এগিয়ে? সরফরাজ বলেছেন, ‘এমএস ধোনি।’ আন্তর্জাতিক ক্রিকেটে ৯০৫ শিকার রয়েছে গিলক্রিস্টের। ধোনির সাফল্যের ঝুলিতে রয়েছে ৮২৯ শিকার। তালিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটকিপার মার্ক বাউচার। উইকেটকিপার হিসাবে তাঁর শিকারের সংখ্যা ৯৯৮।
ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক নিয়েও কথা বলেছেন সরফরাজ। ‘ভারত-পাকিস্তান, দু দেশের ক্রিকেটারদেরই খেলাটা নিয়ে প্রচুর ভালবাসা আর আবেগ আছে। ব্যক্তিগতভাবে আমি দু দেশের ক্রিকেটারদের মধ্যে সুসম্পর্ক দেখেছি। ২০০৭ সালে যখন ভারতে গিয়েছিলাম, বা পরে ২০০৮ সালে ভারতীয় দল যখন পাকিস্তানে এসেছিল, দুই দলের ক্রিকেটারদের একসঙ্গে বলে খাওয়া-দাওয়া, গল্প করতে দেখেছি। তবে দুর্ভাগ্যবশত এখন আর দু দেশের খেলা হচ্ছে না। আমি আশাবাদী, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে আর দু দেশের ক্রিকেটারেরা ফের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে,’ বলেছেন সরফরাজ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
