এক্সপ্লোর
রাজি ছিলেন না ধোনি-গ্যারি, ২০০৮-এ বদ্রিনাথের জায়গায় কোহলিকে দলে ঢুকিয়ে শ্রীনির কোপে পড়ে মূল্য চোকাতে হয়েছিল তাঁকে, দাবি বেঙ্গসরকারের
1/9

এ ব্যাপারে শীঘ্রই শ্রীনিবাসন হস্তক্ষেপ করেন এবং বেঙ্গসরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। বেঙ্গসরকার বলেছেন, ওই সময় শ্রীনি বোর্ডের কোষাধ্যক্ষ ছিলেন। বদ্রিনাথ তামিলনাড়ুর প্লেয়ার। তাই বদ্রিনাথ বাদ পড়ায় শ্রীনি হতাশ হয়েছিলেন।
2/9

বেঙ্গসরকার বলেছেন, দলে কোহলিকে অন্তর্ভূক্ত করার আদর্শ সময় এসেছে বলে মনে হয় তাঁর। নির্বাচক কমিটির বাকি চার সদস্যও তাঁর সঙ্গে সহমত হন। কিন্তু গ্যারি ও ধোনি ততটা আগ্রহী ছিলেন না। কারণ, তাঁরা কোহলিকে খুব একটা দেখেননি। বেঙ্গসরকার বলেন, 'ওদেরকে বোঝাই যে আমি ওকে দেখেছি এবং আমাদের ওকে দলে নিতে হবে। আমি জানতাম যে ওরা এস বদ্রিনাথকে দলে নিয়ে আগ্রহী ছিল। কারণ বদ্রিনাথ ছিল চেন্নাই সুপার কিংসের প্লেয়ার। কোহলি দলে নেওয়া হলে বদ্রিনাথ বাদ পড়ে যেতে পারত'।
Published at : 08 Mar 2018 05:06 PM (IST)
View More






















