Neeraj Chopra: নিজের কোচের রেকর্ডই ভাঙতে চান, সোনা জিতেই ৯৫ মিটার দূরত্ব পার করার লক্ষ্যে স্থির নীরজ
Neeraj Chopra Update: এদিন প্রতিযোগিতার শুরুতেই নীরজ ৮৮.১৬ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। এই থ্রোয়ে শুরুতেই লিড নিয়ে নেন তিনি। ওয়েবারও প্রথম রাউন্ডেই ৮৭.৮৮ মিটারের থ্রোটি করেন।

প্যারিস: অলিম্পিক্সের মঞ্চে মিস করে গিয়েছিলেন অল্পের জন্য়। তবে সেই প্যারিসেই সোনা জিতেছেন নীরজ চোপড়া। আর সোনা জয়ের পরই নিজের পরবর্তী লক্ষ্যস্থির করে ফেললেন পানিপথের তরুণ। নিজের কোচ জ্যান জেলেজনির রেকর:তাঁর একমাত্র লক্ষ্য। ৮৮.১৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে প্যারিস ডায়মন্ড লিগে সোনা জিতেছেন নীরজ। জুলিয়েন ওয়েবার ৮৭.৮৮ মিটার থ্রোয়ে দ্বিতীয় স্থানে শেষ করলেন। ব্রাজিলের মরিসিও লুইস ডা সিলভা ৮৬.৬২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে তৃতীয় স্থানে শেষ করেন।
১৯৯৬ সালে জেলেজনি ৯৮.৪৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। যা এখনও পর্যন্ত পুরুষদের জ্যাভলিনে রেকর্ড হয়ে রয়েছে। নীরজ তাঁর কেরিয়ারে প্রথমবার নব্বই মিটারের মার্ক ছুঁয়েছিলেন গত মাসে দোহা ডায়মন্ড লিগে নেমে। নীরজ অলিম্পিক্স.কমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ''আমার এদিন লক্ষ্য ছিল ৯০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করার। কিন্তু আমার গতি অনেক বেশি ছিল। যা আমি কন্ট্রোল করতে পারিনি শেষ মুহূর্তে। তবে নিজের পারফরম্য়ান্সে আমি বেশ খুশি। অনেক দিন পর প্যারিস ডায়মন্ড লিগে ফের সোনা জিততে পারলাম।" এরপরই নীরজ বলেন, ''আমি জ্যানের অধীনে কোচিং করছি। আমাকে ৯০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। জ্যান নিজে ৯০ মিটারের বেশি মার্ক প্রায় ৫২ বার অতিক্রম করেছেন।'' নিজের কোচের রেকর্ড ভাঙা নিয়ে নীরজ বলেন, ''আমার এখন একটাই লক্ষ্য যে নব্বই মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে চাই। অন্তত ৯৫ মিটার দূরত্ব অতিক্রম করতে চাই অবশ্য়ই।''
এদিন প্রতিযোগিতার শুরুতেই নীরজ ৮৮.১৬ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। এই থ্রোয়ে শুরুতেই লিড নিয়ে নেন তিনি। ওয়েবারও প্রথম রাউন্ডেই ৮৭.৮৮ মিটারের থ্রোটি করেন। দ্বিতীয় রাউন্ডে ওয়েবার ৮৬.২ মিটার থ্রো করেন। নীরজের থ্রো ৮৫.১০ মিটার দূরত্ব অতিক্রম করে। নীরজ পরের রাউন্ডগুলি তেমন দূরে থ্রো করতে পারেননি। নীরজের মাঝে তিনটি নো-মার্ক থ্রোও করেন। ওয়েবার ক্ষণিকের জন্য হলেও তাঁর উদ্বেগ বাড়ান। চতুর্থ ও পঞ্চম রাউন্ডে যথাক্রমে ৮৩.১৩ মিটার ও ৮৪.৫০ দূরে জ্যাভলিন ছোড়েন তিনি। ছন্দ ধরে রাখতে না পারলেও শুরুতেই নীরজের বৈধ থ্রোই তাঁর শীর্ষস্থান নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল। শেষবার লুসান্নেতে ডায়মন্ড লিগ জিতেছিলেন নীরজ। তারপর ৯০ মিটার গণ্ডি (দোহায় ৯০.২৩ মিটার) পর্যন্ত পার করেও শীর্ষস্থান হাতছাড়া হয়েছিল ভারতীয় মহাতারকার। এর মাঝে ছয়বার দ্বিতীয় স্থানে শেষ করেন নীরজ। তবে এবার অবশেষে দুই বছর পর আবারও ডায়মন্ড লিগ জিতলেন তিনি।






















