Neeraj Chopra Wins Diamond League: স্টেডিয়ামে উপস্থিত বিশেষ ব্যক্তি, ডায়মন্ড লিগ জিতে কী বললেন নীরজ?
Neeraj Chopra Reaction: ডায়মন্ড লিগ ফাইনাল জিতে সকলকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন নীরজ। পাশাপাশি স্টেডিয়ামে বিশেষ ব্যক্তিদের উপস্থিতির জন্য জয়টাও তাঁর কাছে বিশেষ অনুভূতির বলে জানান তিনি।
জুরিখ: নীরজ চোপড়া (Neeraj Chopra) ইতিহাস গড়ার পালা অব্যাহত। বিগত বছর ৭ অগাস্ট অলিম্পিক্সে সোনা জিতেছিলেন তিনি। হালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোও আসে তাঁর ভাগ্যে। এবার প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ ফাইনাল (Diamond League Final) খেতাব জিতে ফের এক নতুন ইতিহাস গড়লেন তারকা ভারতীয় অ্যাথলিট।
নীরজের বিশেষ সমর্থক
নিজের প্রথম ডায়মন্ড লিগ ফাইনাল জিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নীরজ। তবে তাঁর উচ্ছ্বাসের পিছনে এক বিশেষ কারণও রয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ডায়মন্ড লিগ ফাইনাল জয়ের পর নীরজ লেখেন, 'ডায়মন্ড ট্রফি জিতে ২০২২ সালের মরসুমটা শেষ করতে পারার অনুভূতিটা দারুণ। পরিবেশটা এক কথায় দারুণ ছিল এবং আমার কাকা এবং বন্ধুরা স্টেডিয়ামে উপস্থিত থাকায় এই জয়টা অনুভূতিটা আমার কাছে খুবই স্পেশাল। প্রথম ডায়মন্ড ট্রফি জেতায় আমি খুব খুশি। সবার ভালোবাসা এবং আমাকে সমর্থন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।'
Incredible feeling to close the 2022 season as Diamond Trophy winner. The atmosphere was brilliant and it was extra special to have my uncle and friends in the stadium. Happy to win my first 💎 trophy!
— Neeraj Chopra (@Neeraj_chopra1) September 9, 2022
Sabhi ke pyaar aur support ke liye bahut bahut dhanyawad. 🙏🏻 🇮🇳 pic.twitter.com/zfVlMHUEIx
দ্বিতীয় প্রয়াসে সাফল্য
শুরুটা কিন্তু একেবারেই ভালভাবে করতে পারেননি নীরজ। প্রথম থ্রোয়েই ফাউল করে বসেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। তবে নিজের দ্বিতীয় প্রয়াসেই ৮৮.৪৪ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন নীরজ। নীরজের এই থ্রোয়ের থেকে অধিক দূরে আর কেউই জ্যাভলিন থ্রো করতে পারেননি। ফলে সেরা থ্রো করে প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগের খেতাব জিতে নেন নীরজ। এটি তাঁর কেরিয়ারের চতুর্থ সেরা থ্রো। এরপরের প্রয়াসগুলিতে নীরজ যথাক্রমে ৮৮ মিটার, ৮৬.১১ মিটার, ৮৭ মিটার এবং ৮৩.৬০ মিটার দূরত্ব অতিক্রম করেন। অলিম্পিক্সে রুপো জয়ী, চেক প্রজাতন্ত্রের জ্যাভলিন থ্রোয়ার জাকুব ৮৬.৯৪ মিটার থ্রো করে দ্বিতীয় স্থান অধিকার করেন। জার্মানির জুলিয়ান ওয়েবার ৮৩.৭৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে তৃতীয় স্থান অধিকার করেন।
আরও পড়ুন: 'এত শুদ্ধ হিন্দি প্রথমবার বলছিস', ৭১তম শতরান হাঁকিয়ে রোহিতের সঙ্গে খোশ গল্পে মজলেন বিরাট