Neeraj Chopra Record: দোহায় রেকর্ড নীরজ চোপড়ার, প্রথমবার পেরলেন নব্বই মিটারের গণ্ডি, তবু সোনা হাতছাড়া!
Doha Diamond League: ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া তাঁর তৃতীয় প্রয়াসে ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করেন ।

দোহা: নীরজ চোপড়া (Neeraj Chopra Record) ইতিহাস রচনা করলেন । দোহা ডায়মন্ড লিগে (Doha Diamond League) নীরজ চোপড়া ৯০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন ছুড়েছেন । নীরজ তাঁর তৃতীয় প্রয়াসে ৯০.২৩ মিটার দূরত্ব অতিক্রম করেন (Javelin Throw) । বিশ্বের ২৫তম খেলোয়াড় হিসাবে এই কীর্তি অর্জন করলেন নীরজ চোপড়া । এশিয়ার তৃতীয় খেলোয়াড় হিসাবে ৯০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন ছুড়েছেন নীরজ চোপড়া । ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে তিনি নিজের সেরা পারফরম্যান্সকেও ছাপিয়ে গেলেন ।
নীরজ চোপড়া রূপোর পদক জিতেছেন
নীরজ চোপড়া তাঁর কেরিয়ারের সেরা থ্রো করেও অবশ্য সোনা পেলেন না । দোহায় দুরন্ত পারফর্ম করেও এই ভারতীয় খেলোয়াড় স্বর্ণপদক থেকে বঞ্চিত হয়েছেন । নীরজ চোপড়া ডায়মন্ড লিগে রুপোর পদক অর্জন করেছেন । জার্মানির জুলিয়ান ওয়েবার দোহা ডায়মন্ড লিগে স্বর্ণপদক জিতেছেন । জুলিয়ান ওয়েবার ৯১.০৬ মিটার দূরত্বে জ্যাভলিল ছুড়ে এই লিগের সর্বোচ্চ স্কোর করেছেন । ভারতের আরেকজন খেলোয়াড় কিশোর জেনা এই জ্যাভলিন থ্রো ইভেন্টে ৮ম স্থানে শেষ করেছেন । কিশোর ৭৮.৬০ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছেন । তাঁর সেরা স্কোর করেছেন ।
#BREAKING Neeraj Chopra has crossed the 90m barrier in the men's javelin throw event at the 2025 Doha Diamond League on Friday. A throw of 90.23m on his third attempt has seen him take the lead. pic.twitter.com/6oebIdX8Um
— IANS (@ians_india) May 16, 2025
সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া তাঁর প্রথম প্রয়াসে ৮৮.৪৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন, কিন্তু তাঁর তৃতীয় প্রয়াসে ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে তিনি তাঁর জয় প্রায় নিশ্চিত করে নিয়েছিলেন । কিন্তু জার্মানির জুলিয়ান ওয়েবার তাঁর শেষ প্রয়াসে ৯১.০৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নীরজ চোপড়াকে ছাপিয়ে স্বর্ণপদক অর্জন করেছেন । গ্রেনাডার পিটার্স অ্যান্ডারসন দোহা ডায়মন্ড লিগে তৃতীয় স্থানে রয়েছেন । তিনি ৮৫.৬৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছেন ।
𝐓𝐡𝐞 𝐰𝐚𝐢𝐭 𝐢𝐬 𝐨𝐯𝐞𝐫! 🔥
— Olympic Khel (@OlympicKhel) May 16, 2025
Neeraj Chopra finally breaches the 90m mark at the Doha Diamond League, launching a career-best throw of 90.23m!#DohaDL pic.twitter.com/8aQ1kUyVZE






















