এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
হকির নতুন ফর্ম্যাটে ভারতের সুবিধা হবে, বলছেন কোচ ওল্টম্যানস
বেঙ্গালুরু: রিও অলিম্পিকে হকিতে গ্রুপ লিগ থেকে সরাসরি সেমিফাইনালের বদলে কোয়ার্টার ফাইনাল চালু হওয়ার সুবিধা পাবে ভারতীয় দল, শুক্রবার এমনই বললেন পুরুষ দলের প্রধান কোচ রোল্যান্ট ওল্টম্যানস।
শনিবার রাতে স্পেন হয়ে রিও-র উদ্দেশে রওনা হচ্ছে ভারতীয় হকি দল। তার আগে কোচ বলেছেন, গ্রুপ লিগে আর্জেন্তিনা, হল্যান্ড, জার্মানির মতো দল থাকলে প্রথম দুটো দলের মধ্যে থাকা কঠিন। আগে ভারতকে এই সমস্যায় পড়তে হত। কিন্তু এবার ফর্ম্যাট বদলে যাওয়ায় প্রথম চারটি দলের মধ্যে থাকলেই কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। নতুন ফর্ম্যাটে ভারত, কানাডার মতো দলগুলির সুবিধা হবে।
রিও যাওয়ার আগে ভারতীয় দলকে নিয়ে আশাবাদী ওল্টম্যানস। তাঁর মতে, দলে তারুণ্য এবং অভিজ্ঞতার ভারসাম্য আছে। যদিও ২০১২ অলিম্পিকে ভারতীয় দলের সুখকর অভিজ্ঞতা হয়নি। তাই তিনি নিজেই ভাল অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন দলের সবার সঙ্গে।
অলিম্পিকের ঠিক আগে দীর্ঘদিন ধরে অধিনায়ক থাকা সর্দার সিংহকে সরিয়ে দিয়ে অধিনায়ক করা হয়েছে গোলকিপার পিআর শ্রীজেশকে। এ বিষয়ে ওল্টম্যানস বলেছেন, সর্দারকে অতিরিক্ত দায়িত্ব থেকে মুক্ত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর আশা, এর ফলে দলের ভাল হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement