এক্সপ্লোর
Advertisement
দেখুন:অভিনব স্কুপ শটে বল সীমানার বাইরে পাঠালেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান নিল ব্রুম
নিউজিল্যান্ডের ব্যাটসম্যান নিল ব্রুম লিস্ট এ ক্রিকেটে তাঁর নবম সেঞ্চুরি করলেন। শুক্রবার ফোর্ড ট্রফিতে ওয়েলিংটনের বিরুদ্ধে ওটাগোর হয়ে ব্রুমের শতরানের ইনিংসে ছিল ১৩ বাউন্ডারি। তাঁর ব্যাটে ভর করে জয় পায় ওটাগো।
নয়াদিল্লি: নিউজিল্যান্ডের ব্যাটসম্যান নিল ব্রুম লিস্ট এ ক্রিকেটে তাঁর নবম সেঞ্চুরি করলেন। শুক্রবার ফোর্ড ট্রফিতে ওয়েলিংটনের বিরুদ্ধে ওটাগোর হয়ে ব্রুমের শতরানের ইনিংসে ছিল ১৩ বাউন্ডারি। তাঁর ব্যাটে ভর করে জয় পায় ওটাগো। ১১২ রানের ইনিংসে ৩৬ বছরের ব্রুমের একটা শট সবার চোখ কপালে তুলে দিয়েছে। একটা শর্ট ডেলিভারিতে উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে তুলে মারলেন তিনি। বল চলে যায় সীমানার বাইরে। ওয়েলিংটনের অধিনায়ক হামিশ বেনেট একটি স্লোয়ার বাউন্সার দেন। কিন্তু উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে সেই বল বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন ব্রুম।
ওটাগো ক্রিকেট ট্যুইটারে ব্রুমের এই অভিনব শটের ভিডিও শেয়ার করেছে। ক্যাপশনে লেখা হয়েছে, এমন শট কি আগে কখনও দেখেছেন? মাঠের সমস্ত দিকে বল পাঠিয়ে ১১২ রানের ইনিংস খেলেছেন ব্রুম। এ ধরনের শট স্কুপ শট হিসেবে পরিচিত। কিন্তু ব্রুম যেভাবে শটটি খেললেন তা আক্ষরিত অর্থেই অভিনব।Seen anything like this before? Neil Broom used every part of the ground to reach his 112 against the @wgtnfirebirds ⚡️⚡️#cricketnation #OurOtago #FordTrophy pic.twitter.com/ABHa3QUybv
— Otago Cricket (@OtagoVolts) November 29, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement