(Source: ECI/ABP News/ABP Majha)
NZ vs Bang: নতুন বছরের প্রথম সেঞ্চুরি কনওয়ের, শেষ বেলায় প্রত্যাঘাত বাংলাদেশের
নতুন বছরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটা করলেন ডেভন কনওয়ে (Devon Conway)। শেষ বেলায় কিছুটা ঘুরে দাঁড়াল বাংলাদেশ (NZ vs Bangladesh)। সব মিলিয়ে জমজমাট নববর্ষের প্রথম টেস্ট।
মাউন্ট মানুগানুই: নতুন বছরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটা করলেন ডেভন কনওয়ে (Devon Conway)। শেষ বেলায় কিছুটা ঘুরে দাঁড়াল বাংলাদেশ (NZ vs Bangladesh)। সব মিলিয়ে জমজমাট নববর্ষের প্রথম টেস্ট।
কেন উইলিয়ামসন (Kane Williamson) নেই। তাই বলে ঘরের মাঠে নিউজিল্যান্ড যে প্রবল শক্তিশালী প্রতিপক্ষ, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। ভারতের মতো দল নিউজিল্যান্ড থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি। তাই কিউয়ি সফরে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা বেশ কঠিন।
টেস্ট ক্রিকেটে ডেভন কনওয়ের সোনার দৌড় অব্যাহত। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেই শতরান হাঁকালেন নিউজিল্যান্ডের ব্যাটার। দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছে নিউজিল্যান্ড। তবে শেষ বেলায় ২ উইকেট তুলে নিয়ে কিছুটা হলেও লড়াইয়ে ফিরেছে বাংলাদেশও।
শাকিব আল হাসান খেলছেন না। দলের সেরা অলরাউন্ডারকে ছাড়া এমন কঠিন লড়াইয়ের শুরুতে অবশ্য বাংলাদেশকে লড়াইয়ে রেখেছিল শরিফুল ইসলামদের আঁটসাট বোলিং। নিউজিল্যান্ডের পিচে পেসারদের জন্য এতটাই সাহায্য রয়েছে যে, নিউজিল্যান্ডের প্রথম একাদশে জায়গা হয়নি ভারতের বিরুদ্ধে মুম্বই টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়া আজাজ পটেলের। স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ডের পিচে টেস্টের প্রথম দিনে ব্যাট করতে চাইবে না কোনও দলই। বাংলাদেশও ব্যতিক্রম নয়। তারা টস জিতে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায় কিউয়িদের।
শুরুতেই টম লাথামের উইকেট তুলে নেন শরিফুল। লাথাম ১ রান করে আউট হন। ৫২ রান করে ফেরেন উইল ইয়ং। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ক্রিজ ছাড়তে হয় তাঁকে। রস টেলর ৩১ রান করে মাঠ ছাড়েন। তাঁকেও ফিরিয়ে দেন শরিফুল। শতরান করা ডেভন কনওয়ে আউট হন দিনের শেষ লগ্নে। তিনি ১২২ রান করে মোমিনুলের বলে আউট হন।
টম ব্লান্ডেল ১১ রান করে এবাদত হোসেনের বলে বোল্ড হওয়া মাত্রই প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়। নিউজিল্যান্ড আপাতত প্রথম দিনের শেষে ৮৭.৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৫৮ রান তুলেছে।