এক্সপ্লোর
Advertisement
টি ২০ ক্রিকেটে সর্বাধিক মেডেন ওভার, নয়া রেকর্ড জসপ্রিত বুমরাহর
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি ২০ সিরিজে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহকে চেনা ছন্দেই দেখা গিয়েছে। তবে উইকেট খুব বেশি তাঁর ঝুলিতে যায়নি। কিন্তু সিরিজের পঞ্চম ম্যাচে বুমরাহ মাত্র ১২ রানে ৩ উইকেট নিয়ে দলকে জেতানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিলেন।
নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি ২০ সিরিজে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহকে চেনা ছন্দেই দেখা গিয়েছে। তবে উইকেট খুব বেশি তাঁর ঝুলিতে যায়নি। কিন্তু সিরিজের পঞ্চম ম্যাচে বুমরাহ মাত্র ১২ রানে ৩ উইকেট নিয়ে দলকে জেতানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিলেন। চার ওভারে একটি মেডেন সহ তিন উইকেট নিলেন তিনি। সেইসঙ্গে আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে একটা রেকর্ড গড়লেন তিনি। টি ২০ ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে সর্বাধিক সাতটি মেডেন ওভারের রেকর্ড গড়লেন বুমরাহ। এক্ষেত্রে শ্রীলঙ্কার নুয়ান কুলশেখরের রেকর্ড ভেঙে দিলেন তিনি। টি ২০ ক্রিকেটে কুলশেখরের মেডেন ওভারের সংখ্যা ৬।
টিম ইন্ডিয়া সিরিজে নিউজিল্যান্ডকে ৫-০ বিধ্বস্ত করেছে। বল হাতে দুরন্ত পারফরম্যান্সের জন্য বুমরাহ ম্যাচের সেরার পুরস্কার পান।
ম্যাচের পর বুমরাহ বলেছেন, এই সিরিজ থেকে অনেক কিছুই শিখেছেন তিনি। বলেছেন, খুব ভালো অনুভব করছি। এই ম্যাচ একটা সময় যে কোনও দিকেই ঢলে পড়তে পারত। কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে, দু-একটা ভালো ওভার করলেই ম্যাচের রাশ নিজেদের হাতে নেওয়া যেতে পারে। খুব জোরে বাতাস বইছিল। বোলিংয়ের ক্ষেত্রে বাতাস কাজে লাগাতে চেয়েছিলাম। এখানে অনেক কিছু শিখলাম। ছোট মাঠে কীভাবে বোলিং করতে হয়, তা আমার কাছে নতুন বিষয় ছিল। ফলটা কিন্তু ভালো হল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement