Nitu Ghanghas Wins Gold: বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে দাপট দেখিয়ে সোনা জিতলেন নীতু
Nitu Ghanghas: ষষ্ঠ ভারতীয় হিসাবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নীতু।
নয়াদিল্লি: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের World Boxing Championship) ৪৮ কেজি বিভাগে মঙ্গোলিয়ার লুতসাইখান আলটানসেটসেগকে (Lutsaikhan Altansetseg) হারিয়ে স্বর্ণপদক জিতলেন ভারতের নীতু ঘনঘাস (Nitu Ghanghas)। ৫-০ স্কোরলাইনে দাপটের সঙ্গে ফাইনাল জেতেন ভারতীয় বক্সার। ষষ্ঠ ভারতীয় হিসাবে বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নীতু।
নীতুর দাপুটে জয়
আলুয়া বালকিবেকোভাকে ৫-২ হারিয়ে ফাইনালে নিজের জায়গা পাকা করেন নীতু। এর আগে গত বছর কমনওয়েলথ গেমসে সোনা জিতলেও, বক্সিং চ্যাম্পিয়নশিপে কোনওদিনও সোনা জিততে পারেননি নীতু। তাই প্রথমবার খেতাব জয়ের আশা নিয়েই রিংয়ে নেমেছিলেন তিনি। প্রথম রাউন্ডে কিন্তু শুরু থেকেই নীতু দাপট দেখান। দ্বিতীয় রাউন্ডের শুরুর দিকে অবশ্য দুই বক্সারই হাড্ডাহাড্ডি লড়াই করেন। তবে শেষের দিকে নীতু রাশ নিজের দখলে নিয়ে নেন। প্রথম দুই রাউন্ডের পর নীতু এমনিই লিডে ছিলেন, তৃতীয় রাউন্ড শেষে তাঁর জয়টাও নিশ্চিত হয়ে যায়।
নীতুর আগে মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল, লেখা কেসি এবং গত বছর নিখাত জারিন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন। প্রত্যেকেই একবার চ্যাম্পিয়নশিপ জিতলেও, মেরি কমই একমাত্র বক্সার যিনি এক, দুই নয়, ছয়বার বিশ্বখেতাব জিতেছেন। নীতুর পদক নিয়ে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারত মোট ১১টি স্বর্ণপদক জিতল। তবে এখানেই শেষ নয়। এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত আরও তিন তিনটি স্বর্ণপদক জিততে পারে।
CHAMPION 🏆🥇
— Boxing Federation (@BFI_official) March 25, 2023
Nitu is a World Champion 💪🤩
Book your tickets for the final 🔗 on 🔗:https://t.co/k8OoHXo2BA@AjaySingh_SG l @debojo_m#itshertime #WorldChampionships #WWCHDelhi @Media_SAI @IBA_Boxing @NituGhanghas333 pic.twitter.com/C19mVQybrT
আরও তিন স্বর্ণপদকের হাতছানি
স্বাতী বোড়া, লভলিনা বড়গোঁহাই ও গত বারের চ্যাম্পিয়ন নিখাতও নিজেদের বিভাগের ফাইনালে পৌঁছেছেন। অর্থাৎ ভারতের সামনে আরও তিনটি সোনা জেতার সম্ভাবনা রয়েছে। এই তিন ভারতীয়র মধ্যে নীতু ও লভলিনা কাল নিজেদের ফাইনাল ম্যাচ খেলতে নামলেও, আজ আর কিছুক্ষণের মধ্যেই স্বাতী নিজের স্বর্ণপদক ম্যাচের জন্য রিঙয়ে নেমে পড়বেন।
৫০ কেজির বিভাগে ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে রিও অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী ইনগ্রিত ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিলেন গত বারের চ্যাম্পিয়ন নিখাত। কলম্বিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখেন নিখাত। ৪-১ প্রথম রাউন্ড নিজের নামে করেন ভারতীয় বক্সার। নীতুই দ্বিতীয় রাউন্ডও ৩-২ স্কোরে জেতেন। শেষমেশ ৫-০ ম্যাচ নিজের নামে করেন নিখাত।
অপরদিকে, দুই বারের অলিম্পিক পদকজয়ী, চিনের লি কিয়ানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে নিজের জায়গা পাকা করেন লভলিনা। প্রথম রাউন্ডে দুই তারকাই একে অপরকে কড়া টক্কর দেন। ৩-২ প্রথম রাউন্ড জিতে নেন লভলিনা। স্প্লিট ডিসিশনে শেষমেশ টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী কিয়ানকে হারান অসমের লভলিনা। দিনের শেষ ম্য়াচে ৮১ কেজি বিভাগে রিংয়ে নেমেছিলেন স্বাতী। তিনিও কিন্তু লভলিনার মতো স্প্লিট ডিসিশনের সুবাদেই ম্যাচ জেতেন। অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ এম্মা গ্রিনট্রিকে হারান স্বাতী।
চার ভারতীয় বক্সারই নিজেদের ম্যাচ জেতায় বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের জন্য অন্তত চারটি রুপো কিন্তু নিশ্চিত হয়ে গেল। তবে ভারতীয় সমর্থকরা চাইবেন দেশের মাটিতে যেন চার বক্সারই নিজেদের ফাইনাল জেতেন।
আরও পড়ুন: সম্পূর্ণ ফিট নন, আইপিএল শুরুর আগেই বিস্ফোরক দাবি ম্যাক্সওয়েলের