এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপের বাকি ম্যাচগুলির টিকিট দেওয়ার কথা বলেছেন বিরাট, জানালেন চারুলতা পটেল
খেলা শেষ হওয়ার পর তাঁর সঙ্গে দেখা করেন বিরাট ও রোহিত শর্মা। তাঁরা এই বৃদ্ধাকে প্রণাম করেন।
বার্মিংহ্যাম: গতকাল ভারত-বাংলাদেশ ম্যাচে গ্যালারিতে নজর কেড়ে নেওয়া ৮৭ বছর বয়সি ক্রিকেটভক্ত চারুলতা পটেলের সঙ্গে দেখা করে তাঁকে বিশ্বকাপের বাকি ম্যাচগুলির টিকিট দেওয়ার কথা জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এমনই জানিয়েছেন চারুলতা।
বয়সজনিত কারণে হুইলচেয়ারে করে মাঠে আসতে বাধ্য হলেও, চারুলতার উৎসাহে বিন্দুমাত্র ঘাটতি দেখা যায়নি। তিনি ভুভুজেলা বাজাচ্ছিলেন, ভারতের অন্য সমর্থকদের সঙ্গে উল্লাস প্রকাশ করছিলেন। খেলা শেষ হওয়ার পর তাঁর সঙ্গে দেখা করেন বিরাট ও রোহিত শর্মা। তাঁরা এই বৃদ্ধাকে প্রণাম করেন। সোশ্যাল মিডিয়ায় চারুলতার সঙ্গে তোলা ছবিও পোস্ট করেন ভারতের অধিনায়ক।
Also would like to thank all our fans for all the love & support & especially Charulata Patel ji. She's 87 and probably one of the most passionate & dedicated fans I've ever seen. Age is just a number, passion takes you leaps & bounds. With her blessings, on to the next one. 🙏🏼😇 pic.twitter.com/XHII8zw1F2
— Virat Kohli (@imVkohli) July 2, 2019
এ বিষয়ে চারুলতা জানিয়েছেন, ‘খেলা শেষ হওয়ার পর বিরাট আমার সঙ্গে দেখা করতে আসে। ও আমার পা ছুঁয়ে প্রণাম করে এবং আমি ওকে আশীর্বাদ করি। আমি ওকে বলেছি ভাল খেলা বজায় রেখে বিশ্বকাপ জিততে। আমি সবসময় ভারতীয় দলের সাফল্যের জন্য প্রার্থনা করি। হৃদয় থেকে ভারতীয় দলকে শুভেচ্ছা জানাচ্ছি।’
চারুলতা আরও জানিয়েছেন, ‘বিরাট আমাকে বলে, বাকি দু-তিনটি ম্যাচেও আমাকে গ্যালারিতে দেখতে চায়। আমি ওকে বলি, আমার কাছে টিকিট নেই। তখন ও আমাকে বলে, টিকিট নিয়ে ভাবতে হবে না। ও আমাকে টিকিট দেবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
হুগলি
Advertisement