Eden Gardens: ইডেনের বাইশ গজ নিয়ে আশা-আশঙ্কার দোলাচলে পাকিস্তান ও বাংলাদেশ
ODI World Cup: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ লো স্কোরিং হয়েছিল। যে ম্যাচে ২২৯ রান তুলেছিলেন ডাচরা। আর ১৪২ রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ।
সন্দীপ সরকার, কলকাতা: চরিত্র বদলে কি আরও ধাঁধায় রূপান্তরিত হয়েছে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বাইশ গজ?
একটা সময় ছিল, যখন ইডেনে ম্যাচ জয়ের মূল মন্ত্রই ছিল, টস জিতে প্রথমে ব্যাটিং করো। বোর্ডে বড় রান তোলো। আর তারপর স্পিনারদের লেলিয়ে দাও। পিচে বল পড়ে ঘুরবে। লাফাবে। কোনওটা আবার নীচু হবে। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মন্থর সেই পিচে কালঘাম ছুটে যাবে ব্যাটারদের। আত্মসমর্পণ করে বসবেন। ম্যাচ জিতবে প্রথমে ব্যাট করা দল। এমনকী যে আইপিএলকে ধুন্ধুমার ক্রিকেটের মঞ্চ মনে করা হয়, সেই টুর্নামেন্টেও কলকাতা নাইট রাইডার্স এক সময় বছরের পর বছর সাফল্য পেয়েছে এই নকশা মেনেই। বল হাতে আতঙ্ক তৈরি করেছেন সুনীল নারাইন।
কিন্তু সেই ফর্মুলা পাল্টে গিয়েছে অধুনা। বছর আষ্টেক আগের ঘটনা। দুপুরের বৃষ্টিতে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভেস্তে যাওয়ার পর মাঠের আমূল সংস্কার করা হয়। মাঠে কোরিং করে বালির ভাগ বাড়ানো হয়। বদলে ফেলা হয় বাইশ গজের মাটি। আর তারপর থেকেই পেস বোলিং সহায়ক হয়ে যায় ইডেনের পিচ। বল পড়ে যে পিচে ভালভাবে ব্যাটে আসে। বাড়তি বাউন্স থাকে। স্ট্রোক প্লেয়ারদের স্বর্গরাজ্য। ওয়ান ডে ক্রিকেটে রোহিত শর্মার বিশ্বরেকর্ডের ২৬৪ রানের ইনিংসও বদলে যাওয়া এই মাঠেই।
কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচ কি ফের ইডেন পিচ নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে?
বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ লো স্কোরিং হয়েছিল। যে ম্যাচে ২২৯ রান তুলেছিলেন ডাচরা। আর ১৪২ রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। সেদিনের পিচে বল পড়ে ফের থমকে এসেছে। লাফিয়েছে। নীচু হয়েছে। যেন পুরনো ইডেনের ঝলক।
মঙ্গলবার কী হবে? স্পিনাররা ভেল্কি দেখাবেন? নাকি পেসারদের দাপট দেখা যাবে? বা শাসন করবেন ব্যাটাররা?
ধন্দে দুই শিবিরই। পাকিস্তানের প্র্যাক্টিস শুরু হওয়ার আগে অধিনায়ক বাবর আজ়মকে দেখা গেল, খুঁটিয়ে খুঁটিয়ে পিচ পর্যবেক্ষণ করছেন। বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ হয়েছিল যে বাইশ গজে, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হবে ঠিক তার পাশের পিচে। এই পরিবেশে এক ম্যাচ খেলে ফেলায় কি সুবিধা পাবেন?
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শাকিব বলছিলেন, 'সেরকম কোনও ব্যাপার নয়। আমরা এখানে এক ম্যাচ খেলেছি ঠিকই। কিন্তু পিচ বা পরিবেশ বোঝার জন্য সেই মাঠে খেলতেই হবে এমন ব্যাপার নেই। পাকিস্তান শিবির নিশ্চয়ই সেই ম্য়াচ দেখেছে। এখন সবাই সব কিছু জানে।'
পিচ কেমন আচরণ করবে, তা নিয়ে সন্দিহান শোনাল শাকিবকেও। যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন। ইডেন যাঁর হোমগ্রাউন্ড।
আরও পড়ুন: ODI World Cup Exclusive: জন্মদিনে ইডেনে নিজের ছবি দেওয়া কেক কাটবেন কোহলি, স্মারক-আতসবাজিতে নায়ক বরণ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন