Virat Kohli: বোর্ডের আপত্তি, জন্মদিনে বিরাট-বরণ বিশ বাঁও জলে, ইডেনে কাল বিরুষ্কা-শো?
IND vs SA: রবিবার এক ভারত-দক্ষিণ আফ্রিকায় রক্ষে নেই, তায় বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিন। ইডেন গার্ডেন্সে আগাম দীপাবলির মঞ্চ যেন। সিএবি কর্তারাও ভেবে ফেলেছিলেন, বিরাট-বরণ করা হবে জমকালোভাবে।
সন্দীপ সরকার, কলকাতা: রবিবার এক ভারত-দক্ষিণ আফ্রিকায় (IND vs SA) রক্ষে নেই, তায় বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিন। ইডেন গার্ডেন্সে আগাম দীপাবলির মঞ্চ যেন। সিএবি কর্তারাও ভেবে ফেলেছিলেন, বিরাট-বরণ করা হবে জমকালোভাবে।
অর্ডার দেওয়া হয়ে গিয়েছে কোহলির ছবি দেওয়া কেক। বিশেষ উপহারও দেওয়া হবে কিংগ কোহলিকে। সঙ্গে আতসবাজির প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান, আলোর প্রদর্শনী - পরিকল্পনা ছিল বিস্তর।
কিন্তু বিরাট উৎসবে বাদ সেধেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ডও নাকি চায় না যে, একজনকে নিয়ে এত মাতামাতি হোক। শোনা গেল, বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলের তরফেও সিএবি-কে সাফ বলে দেওয়া হয়েছে যে, কেক কাটা বা বিরাটকে ঘিরে এরকম কোনও অনুষ্ঠানের সম্প্রচার করা যাবে না। আতসবাজির প্রদর্শনী হবে কি না, তাও নিশ্চিত নয়।
আর তারপরই কিছুটা ফিকে সিএবি কর্তাদের মুখ। শনিবার যখন দক্ষিণ আফ্রিকার প্র্যাক্টিস শেষ লগ্নে, সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল হন্তদন্ত হয়ে মাঠে ঢুকছেন। তাঁকে দেখে এগিয়ে গেলেন হেনরিখ ক্লাসেন। কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে গিয়ে উইকেট দেখলেন সৌরভ। তারপর মাঠ ছেড়ে বেড়িয়ে ক্লাব হাউসে উঠলেন। কোহলির সঙ্গে সৌরভের মুখোমুখি সাক্ষাৎ হয়েছে, প্রকাশ্যে অন্তত এরকম দেখা গেল না। সৌরভ ইডেন ছাড়লেন থমথমে মুখে। কেউ কেউ বলছিলেন, যেভাবে একের পর এক পরিকল্পনা বাতিল হয়েছে, তাতে সৌরভের খুব একটা প্রসন্ন না হওয়ারই কথা।
শোনা গেল, বিরাটের জন্য যে স্পেশ্য়াল কেক অর্ডার দিয়েছে সিএবি, তা ভারতীয় দলের ড্রেসিংরুমে পাঠিয়ে দেওয়া হবে। ক্রিকেটারেরা হয়তো সেটা ভেতরেই কাটবেন। উপহারও পাঠিয়ে দেওয়া হবে ড্রেসিংরুমে।
তবে বিরাটের জন্মদিনে কলকাতায় আসার কথা অনুষ্কা শর্মার। এর আগেও ইডেনে ভারতীয় দলের ম্যাচ দেখতে এসেছেন অনুষ্কা। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচেও দেখা গিয়েছে, ভিভিআইপি বক্সে বসে অনুষ্কা। আর সেঞ্চুরি করে তাঁর দিকে চুম্বন ছুড়ে দিয়েছেন কোহলি। ভারতীয় ক্রিকেটে রূপকথার মতো হয়ে রয়েছে যে ছবি।
রবিবার ইডেন গার্ডেন্সে থাকার কথা অনুষ্কার। যা জানাজানি হতেই জনতা প্রার্থনা শুরু করে দিয়েছে, যেন ৪৯তম ওয়ান ডে সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরকে স্পর্শ করার মাহেন্দ্রক্ষণ ঘটে যায় ইডেনেই। তারপর সেই দৃশ্য। অনুষ্কার দিকে চুম্বন ছুড়ে দিচ্ছেন কোহলি। আর হাততালি দিতে দিতে আনন্দে ভেসে যাচ্ছেন বলিউডের অভিনেত্রী।
ইডেনে বিরুষ্কা শো-র প্রার্থনা শুরু হয়ে গিয়েছে জোরকদমে।
আরও পড়ুন: ODI World Cup Exclusive: দু'পা দৌড়ে অভিনব প্রস্তুতি, কীভাবে ব্যাটারদের আতঙ্ক হয়ে উঠলেন শামি?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial