Sourav On Eden Tickets: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে হাহাকার, বোর্ডের কোর্টে বল ঠেললেন সৌরভ
Eden Gardens: রমরমিয়ে চলছে টিকিটের কালোবাজারি। ৯০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ১০ হাজার টাকায়! পুলিশের জালে আটক ৭।
কলকাতা: বিশ্বকাপে আগামী ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) ম্যাচের টিকিটের হাহাকার। রমরমিয়ে চলছে টিকিটের কালোবাজারি। ৯০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ১০ হাজার টাকায়! পুলিশের জালে আটক ৭।
আর এর মাঝেই সিএবি-তে চলছে বিক্ষোভ। আজীবন সদস্যপদ থাকলেও সকলে টিকিট পাননি, এই অভিযোগ তুলে ক্ষোফ প্রকাশ করছেন সদস্যরা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ড তথা সিএবি-র প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
সৌরভ বৃহস্পতিবার সিএবি-তে এসেছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, 'সদস্যরা যে টিকিট পাননি, সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মের জন্য। নাহলে ম্যাচ পাবে না তো। আজীবন সদস্যপদ মানেই সারাজীবন তিনি টিকিট পাবেন এরকম নিয়ম কোথাও লেখা নেই। নতুন গঠনতন্ত্র খুলে দেখুন, তাঁদেরও কিনতে হবে টিকিট। সমস্যা হয়েছে। তবে তাঁরা ভবিষ্যতের ম্যাচের টিকিট পাবেন। এই ম্যাচের টিকিট ভারতীয় বোর্ড নিয়ন্ত্রণ করছে। সেই জন্য তারা পায়নি। তাও ৩ হাজার টিকিট সিএবি দিয়েছে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে।'
টিকিটের কালোবাজারি নিয়ে জিজ্ঞেস করা হলে সৌরভ বলেন, 'কালোবাজারির ওপর কারও হাত নেই। একমাত্র পুলিশ পারে নিয়ন্ত্রণ করতে। পুলিশ কমিশনার যদি রুখতে পারেন তাহলে হবে। পুলিশই পারে। সিএবি তো আর মহমেডান মাঠের সামনে গিয়ে দাঁড়িয়ে নেই। এটা সর্বত্র হয়। ভারত বিশ্বকাপ ফাইনালে খেলুক না। ১ লক্ষ ২০ হাজারের স্টেডিয়ামও ছোট লাগবে। মানুষের টিকিটের চাহিদাই এত। এটাকে কোনওভাবেই সামলানো যায় না। সবাই পাবে না। সবারই ইচ্ছে থাকে টিকিট পাওয়ার। কিন্তু আসন সংখ্যা তো ৬৭ হাজার। যে কিনবে সে পাবে।'
বৃহস্পতিবার একদিকে যখন ৫ নভেম্বরের ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) দ্বৈরথ নিয়ে সাজ সাজ রব সিএবিতে, তখন মুম্বইয়ে বল হাতে ধ্বংসলীলা চালাচ্ছিলেন ভারতীয় বোলাররা। ইডেন গার্ডেন্সের (Eden Gardens) প্রস্তুতি দেখতে এসে ওয়াংখেড়ে থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়ও। টিভির পর্দায় নজর রাখছিলেন। সিএবি কর্তাদের সঙ্গে বৈঠকের ফাঁকেই খোঁজখবর নিচ্ছিলেন ম্যাচের।
শ্রীলঙ্কা যে শেষ পর্যন্ত ৫৫ রানে অল আউট হয়ে গিয়েছে, আর ভারত ৩০২ রানে ম্যাচ জিতেছে, অবিশ্বাস্য লাগছিল ভারতীয় দলের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক সৌরভের। জিজ্ঞেস করলেন, 'শামি কি শেষ পর্যন্ত ৬টি উইকেট নিল? নাকি ৫টি?' ডানহাতি পেসার ৫ উইকেট নিয়েছেন শুনে প্রশংসায় ভরিয়ে দিলেন সৌরভ।
আরও পড়ুন: গল্ফ কার্টের থেকে মাঠে পড়ে মাথায় চোট, ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন