Sourav Ganguly: টানা ১১ ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়ন হবে ভারত, বিরাট বার্তা সৌরভের
ODI World Cup: বিশ্বকাপে (ODI World Cup) অপ্রতিরোধ্য দেখাচ্ছে ভারতকে (Indian Cricket Team)। টানা আট ম্যাচে জয় টিম ইন্ডিয়ার (Team India)।
সন্দীপ সরকার, কলকাতা: বিশ্বকাপে (ODI World Cup) অপ্রতিরোধ্য দেখাচ্ছে ভারতকে (Indian Cricket Team)। টানা আট ম্যাচে জয় টিম ইন্ডিয়ার (Team India)। প্রত্যেক ম্যাচের পর শিরোনামে উঠে আসছে - কখনও তিনে তিন করল ভারত, তো কখনও লেখা হচ্ছে ছয়ে ছয় রোহিত শর্মাদের। ২০০৩ বিশ্বকাপে তাঁর নেতৃত্বেও টানা আট ম্যাচ জিতেছিল ভারত। সেই নজির স্পর্শ করেছেন রোহিত, বিরাট কোহলিরা। ভারতীয় দলের নজির নিয়ে গর্বিত সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বলে দিচ্ছেন, অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হবে ভারত (Indian Cricket Team)।
বুধবার থেকে সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্রস্তুতি শিবির। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। আর রিকি পন্টিং (Ricky Ponting) দলের কোচ। গত আইপিএলে ভরাডুবির পর এবার আগাম প্রস্ততিতে নেমে পড়েছে দল। আর সেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হয়েছে কলকাতার মাটি থেকেই। বুধবার থেকে চারদিনের একটি প্রস্তুতি শিবিরের আয়োজন করেছে দিল্লি ক্যাপিটালস। সেই শিবিরের দ্বিতীয় দিন যোগ দিলেন ঋষভ পন্থও। যে খবর প্রথম প্রকাশিত হয়েছিল এবিপি লাইভেই। বৃহস্পতিবার মাঠে নেমে সেই খবরেই সিলমোহর দিলেন পন্থ।
তবে যতই আইপিএল প্রস্তুতি হোক, বিশ্বকাপের ভরা বাজারে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেটকে সামলাতে হল রোহিতদের নিয়ে প্রশ্নবাণ। আপনাদের টানা ৮ জয়ের নজির স্পর্শ করেছেন রোহিতরা... সৌরভ বলছেন, 'জানি। ২০০৩ বিশ্বকাপে আমরাও টানা আট ম্যাচ জিতেছিলাম। রোহিতরা দারুণ খেলছে। ট্রফি জয়ের দৌড়ে ফেভারিট ওরাই।'
গত কয়েকটি আইসিসি প্রতিযোগিতায় সেমিফাইনাল বা ফাইনালে হেরে গিয়েছে ভারত। এবার কি একটু আগেই সেরা ছন্দে পৌঁছে গিয়েছে ভারত? সৌরভ হেসে বলছেন, 'বিশ্বকাপ জিততে গেলে কেউই চাইবে না কোনও ম্যাচ হেরে জিতুক। আমি থাকলে আমিও চাইতাম সব ম্যাচ জিতি। সব ম্যাচ জিতলেই তো শীর্ষে থেকে সেমিফাইনালে যাবে। ভারত ৮ ম্যাচ জিতে গিয়েছে। আর বাকি রয়েছে তিন ম্যাচ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। সেমিফাইনাল ও ফাইনাল। এই তিন ম্যাচেও জিতবে ভারতই। অপরাজিত থেকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে রোহিতদের।'
আরও পড়ুন: ABP Exclusive: পন্থকে নিয়ে উচ্ছ্বাস কলকাতার ক্রিকেটপ্রেমীদের, কী বললেন সৌরভ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন