এক্সপ্লোর
রিও থেকে টোকিও পৌঁছল অলিম্পিক পতাকা

টোকিও: রিও অলিম্পিক্স শেষ৷ গন্তব্য এবার টোকিও৷ ২০২০ অলিম্পিক্স অনুষ্ঠিত হবে জাপানের টোকিওয়৷ সেই উপলক্ষ্যেই এদিন টোকিওয় গিয়ে পৌঁছল অলিম্পিক্স-পতাকা৷ রিও থেকে অলিম্পিক্সের পতাকা নিয়ে এদিন হানেদা বিমানবন্দরে এসে নামেন টোকিওর মেয়র ইউরিকো কোইকে৷ সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি৷ কোইকে বলেছেন, ৫০ বছরেরও বেশি সময়ের পর দেশে অলিম্পিক্সের পতাকা ফেরাতে পেরেছি৷ আমার দায়িত্ব অনেক বেড়ে গেল৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















