এক্সপ্লোর
Advertisement
খারিজ ট্রায়ালের দাবি, সুশীল নন অলিম্পিক্সে যাবেন নরসিংহ, রায় দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি: রিও অলিম্পিকে যাওয়া হচ্ছে না দেশের অন্যতম সফল অলিম্পিয়ান কুস্তিগীর সুশীল কুমারের। দিল্লি হাইকোর্ট সোমবার সুশীলের ট্রায়ালের আবেদন খারিজ করে দিল। আদালত জানায়, যে অ্যাথলিট দেশের জন্য কোটা এনেছেন অলিম্পিকে তাঁরই যাওয়া উচিত।
এদিন বিচারপতি মনমোহন জানান, সুশীল একজন কিংবদন্তি কুস্তিগীর। তা সত্ত্বেও, আসন্ন অলিম্পিক্সে ৭৪ কেজি বিভাগে সুশীলের চেয়ে নরসিংহ পঞ্চম যাদব যে আরও ভাল ফল করবে বলে যে দাবি করেছে ভারতীয় কুস্তি ফেডারেশন বা ডব্লিউএফআই, তাকেও অযৌক্তিক বলা যায় না।
এদিন আদালত জানায়, সুশীল এর আগে যতবার অলিম্পিকে গিয়েছেন ততবার তিনি দেশের হয়ে কোটা আনার পরই গিয়েছেন। ফলে অলিম্পিক্সে আলাদা করে তাঁকে ট্রায়াল দিতে হয়নি। আদালত আরও জানিয়েছে, শেষ মুহূর্তে ট্রায়াল হলে অ্যাথলিটের চোট লাগার সম্ভাবনা থাকার পাশাপাশি মনোবলও ধাক্কা খাবে।
প্রসঙ্গত, ভারতীয় অলিম্পিক দলে জায়গা পাওয়া নিয়ে টানাপোড়েনের সূত্রপাত দুই কুস্তিগির সুশীল কুমার ও নরসিংহ যাদবের মধ্যে৷ রিও অলিম্পিকে অংশগ্রহণকারী সম্ভাব্য যে কুস্তিগিরদের তালিকা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে পাঠানো হয়েছে, তাতে নাম নেই দুবারের অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারের৷
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৭৪ কেজি বিভাগের কুস্তিতে ব্রোঞ্জ জয়ের সুবাদে অলিম্পিক দলে জায়গা পেয়েছেন নরসিংহ যাদব৷ চোটের কারণে ওই ইভেন্টে নামতে পারেননি দু’বারের অলিম্পিক পদক জয়ী সুশীল কুমার৷ নিয়ম অনুসারে, ওই বিভাগে কেবলমাত্র একজনই অলিম্পিকে যেতে পারেন৷
আর, সেখানেই সুশীল-নরসিংহ টক্করের সূত্রপাত৷ নরসিংহ যাদবের দাবি, ৭৪ কেজি বিভাগের কুস্তিতে আমিই সেরা৷ তাই, রিও অলিম্পিকে আমারই যাওয়া উচিত৷ অন্যদিকে, সুশীল কুমারের দাবি, দু’জনের মধ্যে একটি ট্রায়াল হোক৷ তার ফলাফলের ভিত্তিতেই ঠিক করা হোক, কে যাবে রিওতে৷
এই দাবি নিয়ে দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হন সুশীল। সেই মামলার রায়ে এদিন ধাক্কা খেল সুশীলের অলিম্পিক-স্বপ্ন। আদালতের স্পষ্ট জবাব, ফ্রিস্টাইল কুস্তির ৭৪ কেজি বিভাগে দেশের প্রতিনিধিত্ব করবেন নরসিংহ যাদব-ই।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement