Paris Olympics 2024: পারলেন না লভলিনা, কোয়ার্টার ফাইনালে হেরে প্যারিস অলিম্পিক্স থেকে বিদায় বরগোঁহাইয়ের
Olympics 2024: লভলিনার কোয়ার্টার ফাইনালে পরাজয়ের সঙ্গে সঙ্গেই প্যারিস অলিম্পিক্সে বক্সিংয়ে ভারতের পদক জয়ের আশাও শেষ হয়ে গেল।
প্যারিস: টোকিও থেকে পদক নিয়ে ফিরেছিলেন। প্যারিসও বক্সিংয়ে ভারতের শেষ আশা ছিলেন তিনি। ফের একবার শেষ চারে পৌঁছনোর সুযোগ ছিল তাঁর সামনে। তবে পারলেন না লভলিনা বরগোঁহাই (Lovlina Borgohain)। মহিলাদের ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে চিনের লি কুইয়ানের বিরুদ্ধে পরাজিত হতে হল অসমের বক্সারকে। তাঁর পরাজয়ের সঙ্গে সঙ্গেই প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) বক্সিংয়ে ভারতের প্রতিদ্বন্দ্বিতাও শেষ হয়ে গেল।
লভলিনা এবং লির একেবারে সেয়ানে সেয়ানে টক্কর চলে। তবে লড়াই দৃষ্টিনন্দন একেবারেই ছিল না, বরং তার উল্টোটাই ছিল। ম্য়াচ চলাকালীন দুই বক্সারই ক্লিঞ্চিং এবং হোল্ডিংয়ের জন্য একাধিকবার সাবধান করা হয়। শেষমেশ ১-৪ স্পিল্ট ডিসিশনের মাধ্য়মে লভলিনাকে সেই ম্য়াচে হারতেই হয়। এই ম্যাচ জিতলেই ভারতের হয়ে পদক সুনিশ্চিত করতে পারতেন লভলিনা। বক্সিংয়ের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জ পদক নিশ্চিত। সেক্ষেত্রে পিভি সিন্ধু, মনু ভাকেরদের মতো জোড়া পদকজয়ী ভারতীয়দের তালিকায় সামিল হতে পারতেন। তবে এমনটা হল না।
India’s🇮🇳 sole remaining boxer🥊 at the #Paris2024Olympics Lovlina Borgohain gives it her all but fails to cross the quarterfinals hurdle in women’s 75 kg. China’s🇨🇳 Li Qian defeats her by a 4-1 split decision.
— SAI Media (@Media_SAI) August 4, 2024
Hard luck💔, well played Lovlina!👏🏻
As more #IndianAthletes get set… pic.twitter.com/FEOhaqPALA
প্যারিস ভারতের হয়ে ছয় জনের প্রতিনিধি দল বক্সিংয়ে দেশের প্রতিনিধিত্ব করছিলেন। আশা ছিল পদক জয়ের। এই বিভাগে গত অলিম্পক্সের পদকজয়ী লভলিনা তো ছিলেনই, পাশাপাশি নিখাত জারিনও ছিলেন। তাই স্বাভাবিকভাবেই বক্সিংয়ে পদকজয়ের স্বপ্ন দেখছিলেন ভারতবাসীরা। কিন্তু প্যারিস থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে বক্সারদের।
অলিম্পিক্সের অষ্টম দিনে পুরুষদের ৭১ কেজির বিভাগে নিশান্ত দেবকেও পরাজিত হতে হয়। তাঁর প্রতিপক্ষ ছিলেন মেক্সিকোর মার্কো ভার্দে। এই ম্যাচ জিততে পারলে ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে যাওয়ার কথা। মার্কো ভার্দের বিরুদ্ধে প্রথম ২ রাউন্ডে এগিয়ে ছিলেন নিশান্ত। যিনি দ্বিতীয় বাছাই হিসাবে অলিম্পিক্সে লড়াই করছিলেন। তবে শেষমেশ ১-৪ হারেন নিশান্ত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ১০ জনে খেলেও গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে শ্যুট আউটে জয়, অলিম্পিক্স হকির সেমিতে হরমনপ্রীতরা