Paris Olympics 2024: রুদ্ধশ্বাস লড়াইয়ে রোমানিয়াকে হারিয়ে টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে ভারতের মহিলা দল
India vs Romania: একটা সময় পরপর দুই ম্যাচ জিতে দ্বৈরথে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু রোমানিয়া পরপর ২ ম্যাচ জিতে ২-২ করে দেয়।
প্যারিস: শুরুতেই এগিয়ে যাওয়া। তারপর ছন্দপতন আর পরাজয়। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে ভারতীয় অ্যাথলিটদের। এগিয়ে থেকেও যে স্বস্তি পাওয়া যাচ্ছে না।
যদিও ব্যতিক্রমী ছবি দেখা গেল সোমবার। টেবিল টেনিসে মহিলাদের দলগত বিভাগের শেষ ষোলোয় রোমানিয়ার (India vs Romania) বিরুদ্ধে পরপর ২ ম্যাচ জিতে ২-০ এগিয়ে গিয়েছিল ভারত। তারপর ২টি ম্যাচ হেরে যাওয়ার পর ২-২ হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস পরিস্থিতিতে মণিকা বাত্রা ম্যাচ জিতে দলকে তুলে দিলেন কোয়ার্টার ফাইনালে। নাটকীয় দ্বৈরথে ব়্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা রোমানিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে অলিম্পিক্স টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত।
একটা সময় পরপর দুই ম্যাচ জিতে দ্বৈরথে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু রোমানিয়া পরপর ২ ম্যাচ জিতে ২-২ করে দেয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, শেষ ম্যাচের ওপর নির্ভর করেছিল দ্বৈরথের ভবিষ্যৎ। কোন দেশ শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে, তা নির্ধারিত হওয়ার কথা ছিল শেষ ম্যাচে। আর সেই ম্যাচে জিতে দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিলেন কেরিয়ারের তৃতীয় অলিম্পিক্স খেলতে নামা মণিকা বাত্রা।
প্রথম ম্যাচটি ছিল ডাবলস। ১১-৯, ১২-১০ ও ১১-৭ - স্ট্রেট গেমে রোমানিয়ার আদিনা ডায়াকোনু ও এলিজ়াবেতা সামারাকে হারিয়ে ভারতকে ১-০ এগিয়ে দেন শ্রীজা আকুলা ও অর্চনা কামাথ (Sreeja Akula and Archana Kamath)।
দ্বিতীয় ম্যাচটি ছিল মণিকা বাত্রার সিঙ্গলস লড়াই। নিজের থেকে ব়্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা বার্নাদেত্তে সকসকে ১১-৫, ১১-৭, ১১-৭ স্ট্রেট গেমে হারিয়ে দেন মণিকা। বার্নাদেত্তে অলিম্পিক্সে চতুর্থ বাছাই। ভারত এগিয়ে যায় ২-০ ব্যবধানে। টেবিল টেনিসের দলগত দ্বৈরথের নিয়মটা টেনিসের ডেভিস কাপের মতো। অর্থাৎ, একটি ডাবলস ম্যাচ, চারটি সিঙ্গলস ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে থাকে দ্বৈরথের ভাগ্য। ভারত ২-০ এগিয়ে যাওয়া মানে বাকি তিনটি ম্যাচের একটি জিতলেই কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা হয়ে যেত।
আর সেখানেই প্রত্যাঘাত রোমানিয়ার। দ্বিতীয় সিঙ্গলসে শ্রীজা আকুলা হেরে বসেন। ইউরোপীয় চ্যাম্পিয়ন সামারাকে প্রথম গেমে হারিয়ে দিয়েছিলেন শ্রীজা। কিন্তু বাকি চার গেমের তিনটিতে হেরে বসেন। সব মিলিয়ে ১১-৮, ৪-১১, ১১-৭, ৬-১১ ও ৮-১১ গেমে ম্য়াচ খুইয়ে বসেন শ্রীজা। তৃতীয় সিঙ্গলসে অর্চনার মুখোমুখি হয়েছিলেন বার্নাদেত্তে। প্রথম গেমে জিতে যান বার্নাদেত্তে। তবে অর্চনা ঘুরে দাঁড়ান। ১১-৮ পয়েন্টে জিতে নেন দ্বিতীয় গেম। তবে বার্নাদেত্তে পরের দুটি গেম জিতে ১১-৫, ৭-১১, ১১-৭ ও ১১-৯ গেমে ম্যাচ জিতে নেন। ২-২ করে দেয় রোমানিয়া।
তবে শেষ ষোলোর ভাগ্য নির্ধারণকারী ম্যাচে আদিনাকে ১১-৫, ১১-৯, ১১-৯ স্ট্রেট গেমে হারিয়ে মণিকা ভারতের কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করে দেন। কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জার্মানির মধ্যে কোনও এক দেশ।
আরও পড়ুন: এত বড় ভুল! বঞ্চিত দুই দল? ভারত-শ্রীলঙ্কা সিরিজের নিয়ম নিয়ে তুমুল বিতর্ক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।