Paris Olympics 2024: অলিম্পিক্স গেমস ভিলেজে প্রথম দিনেই তারকা সাক্ষাৎ, নাদালের সঙ্গে ছবি শেয়ার সাত্ত্বিকের
Satwiksairaj Rankireddy: চিরাগ শেট্টিকে সঙ্গে নিয়ে সাত্ত্বিক পুরুষদের ডাবলস ব্যাডমিন্টনে একের পর এক সাফল্য পেয়েছেন। এই বছরই বিশ্বের তিন নম্বর শাটলার জুটি ফ্রান্স ওপেন, তাইল্যান্ড ওপেন জিতেছেন।
প্যারিস: আর হাতে মাত্র কয়েকটাদি। তারপরেই শুরু হয়ে যাবে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' অলিম্পিক্স (Paris Olympics 2024)। এবারের অলিম্পিক্সের আসর বসতে চলেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। ২৬ তারিখ থেকে শুরু হবে মূল প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই ধীরে ধীরে পৌঁছে যাচ্ছেন। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন ভারতের তারকা ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি। আর প্রথম দিনেই তারকা সাক্ষাৎ।
আজই নিজের সোশ্যাল মিডিয়ায় সাত্ত্বিক একটি ছবি শেয়ার করেছেন। সেখানে গেমস ভিলেজে তাঁর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে রাফায়েল নাদালকে। টেনিস কিংবদন্তি যে সাত্ত্বিকের পছন্দের তা তাঁর মুখের হাসি এবং পোস্টের ক্যাপশন দেখলেই বোঝা যায়। তিনি ক্যাপশনে লেখেন, 'প্রথম দিন। অতিমানব রাফায়েল নাদালের (Rafael Nadal) সঙ্গে।' সাত্ত্বিক যে নাদাল অনুরাগী তা বলাই বাহুল্য।
তবে তিনি নিজেও কিন্তু ভারতীয়দের মধ্যে পদক জয়ের সবথেকে বড় দাবিদারদের মধ্যে রয়েছেন। চিরাগ শেট্টিকে সঙ্গে নিয়ে সাত্ত্বিক পুরুষদের ডাবলস ব্যাডমিন্টনে একের পর এক সাফল্য পেয়েছেন। এই বছরই বিশ্বের তিন নম্বর শাটলার জুটি ফ্রান্স ওপেন, তাইল্যান্ড ওপেন জিতেছেন। মালয়েশিয়া ও ইন্ডিয়ান ওপেনে তাঁরা রানার্স আপও হন। থমাস কাপজয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন দুইজনে। ধারাবাহিকভাবে সাফল্য পাওয়া সাত্ত্বিক-চিরাগের ওপর তাই ভারতীয়দের প্রচুর আশা রয়েছে।
তবে ধারাবাহিকভাবে পারফর্ম করলেও, যোগ্য সম্মান না পাওয়ায় দিনকয়েক আগেই প্রতিবাদ জানিয়েছিলেন সাত্ত্বিকের জুড়িদার চিরাগ। ভারতের বিশ্বজয়ের পর মহারাষ্ট্র সরকার রোহিতদের পুরস্কৃত করলেও তাঁকে থমাস কাপ জয়ের পর তেমন কিছুই দেওয়া হয়নি বলে জানান চিরাগ। অভিমানী সুরে তিনি বলেন, 'থমাস কাপ তো বিশ্বকাপের সমতুল্য। তৎকালীন চ্যাম্পিয়ন মালয়েশিয়াকে চমকে দিয়ে নিজেদের প্রথম খেতাব জিতেছিল ভারতীয় দল এবং আমি সেই দলের অংশ ছিলাম। আমি মহারাষ্ট্র থেকে একমাত্র খেলোয়াড় হিসাবে ওই দলের অংশ ছিলাম। যখন সরকার বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকাদের বিশেষ সম্মান জানাতে পারে, তখন সেক্ষেত্রে আমিও একই ব্যবহার পাওয়ার যোগ্য। আমার পরিশ্রমকেও তো সম্মান জানানো উচিত ছিল।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সৌরভ না ইমাম, ক্রিকেটার হিসাবে কে ভাল? সোশ্যাল মিডিয়ায় আজব প্রশ্নের কড়া জবাব পেলেন পাক সাংবাদিক