Tokyo Olympics 2020 Live: ৪১ বছর পর অলিম্পিক্সের শেষ আটে ভারতের মহিলা হকি দল, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
Tokyo Olympics 2020: আজ অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা বৃদ্ধির আশা রয়েছে।
LIVE
Background
টোকিও: এবারের অলিম্পিক্সের শুরুটা দুর্দান্তভাবে করেছিলেন মীরাবাই চানু। তাঁর হাত ধরেই প্রথম পদক এসেছিল। তারপর আরও একটি পদক নিশ্চিত করেছেন লভলিনা বোর্গোহাইন। আজ আরও একটি পদকের লড়াইয়ে নামছেন পিভি সিন্ধু। বিকেলে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমি ফাইনাল ম্যাচে নামবেন তিনি। তাঁর হাত ধরে অলিম্পিক্স থেকে আরও একটি পদকের আশায় দেশ।
আজ বক্সিংয়ে পুরুষদের ফ্লাইওয়েট প্রি কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন অমিত পাঙ্ঘাল। কলম্বিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন ভারতের এই তারকা বক্সার। এবারের অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার অমিত। এরপরই রয়েছে শ্যুটিংয়ের ইভেন্ট। মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলতে নামবেন অঞ্জুম মৌদগিল ও তেজশ্বিনী সবন্ত। শ্য়ুটিংয়ে বেলা ১২.৩০টায় রয়েছে এই ইভেন্টেরই ফাইনাল। সাঁতারেও নামবে ভারতের প্রতিনিধিরা।
এরপর রয়েছে হকি। মহিলাদের পুল এ-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবেন রানি রামপলরা। বক্সিংয়ে এদিন নামবেন পূজা রানি। বিকেল ৩.৩৬ এ বক্সিংয়ে মিডলওয় কোয়ার্টার ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন পূজা। জীবনের প্রথম অলিম্পিক্সে নেমেই চমক দিচ্ছেন ভারতের মহিলা বক্সার পূজা রানি। মহিলাদের মিডলওয়েট বক্সিংয়ে (৬৯-৭৫ কেজি বিভাগ) আলজিরিয়ার ইচরাক চাইব-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন ভারতের বক্সার। ৩০ বছর বয়সী পূজা রানি বয়সে তাঁর চেয়ে ১০ বছরের ছোট প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি। ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে ৫-০ ব্যবধানে জিতেছিলেন তিনি। দুবারের এশিয়ান চ্যাম্পিয়ন বক্সার পূজা সুবিধা পেয়ে যান তাঁর প্রতিপক্ষ রিংয়ে ভারসাম্য নিয়ে সমস্যায় পড়ে যেতে। প্রতিপক্ষকে কার্যত কোনও সুযোগই দেননি তিনি।
পুরুষদের লং জাম্পে যোগ্যতা অর্জন পর্বের ইভেন্ট রয়েছে ভারতের এম শ্রীশঙ্করের। বিকেল ৩.৪০ থেকে রয়েছে এই ইভেন্ট। এরপরে ব্যাডমিন্টনে রয়েছে মহিলাদের সেমিফাইনাল ম্যাচে নামবেন পিভি সিন্ধু। চিনা তাইপের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন এই ভারতীয় শাটলার। পদকের জন্য তাঁ দিকে তাকিয়ে দেশ।
Tokyo Olympics 2020 Live: অলিম্পিক্সে নজির ভারতের মহিলা হকি দলের
৪১ বছর পর অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে ভারতের মহিলা হকি দল।
Tokyo Olympics 2020 Live: ব্রোঞ্জের লড়াইয়ে কাল নামবেন সিন্ধু
ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে রবিবার কোর্টে নামবেন পিভি সিন্ধু।
Tokyo Olympics 2020 Live: সেমির লক্ষ্যে কাল নামছেন মনপ্রীতরা
অলিম্পিক্সে হকিতে সেমিফাইনালে ওঠার লড়াই ভারতের। কাল গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে ভারতীয় হকি দল।
Tokyo Olympics 2020 Live: স্ট্রেট গেমে হার সিন্ধুর
চিনা তাইপে প্রতিদ্বন্দ্বী তাই যু ইংয়ের বিরুদ্ধে হার পিভি সিন্ধুর। বিশ্বের ১ নম্বর ব্যাডমিন্টন তারকার বিরুদ্ধে স্ট্রেট গেমে ১৮-২১, ১১-২১ ব্যবধানে হারলেন সিন্ধু।
Tokyo Olympics 2020 Live: সেমিতেই অলিম্পিক্স অভিযান শেষ সিন্ধুর
ব্যাডমিন্টনে হার পিভি সিন্ধুর। অলিম্পিক্সের সেমিতেই অভিযান শেষ ভারতীয় শাটলারের। হার স্ট্রেট গেমে।