Bajrang Punia Wins Bronze : অলিম্পিক্সে ষষ্ঠ পদক ভারতের, ব্রোঞ্জ জিতলেন বজরং
এবারের অলিম্পিক্সে ভারতের ষষ্ঠ পদক।
টোকিও : দ্য গ্রেটেস্ট শো অন আর্থে ভারতের পদকঝুলিকে আরও কিছুটা ভারী করলেন বজরং পুনিয়া। ৬৫ কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় কুস্তিগীর। এটি এবারের অলিম্পিক্সের মঞ্চে ভারতের ষষ্ঠ পদক। কাজাখস্থানের প্রতিপক্ষ দৌলেত নিয়াজবাকোবের বিরুদ্ধে আগাগোড়া দাপট বজায় রেখে ৮-০ ব্যবধানে টেকনিক্যাল সুপিরিওরিটি বজায় রেখে সহজেই ব্রোঞ্জ পদক জিতে নেন বজরং। রবি কুমার দাহিয়ার পর বজরং এবারের টোকিও অলিম্পিক্স থেকে কুস্তিতে ভারতের পক্ষে দ্বিতীয় পদক আনলেন।
চোটের জেরে সেমিফাইনালে নিজের সেরা মেজাজে খেলতে পারেননি বজরং। তবে সেই ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে কাজাখস্থানের আটবারের ন্যাশনাল চ্যাম্পিয়নকে সহজেই ভূপতিত করে দেন তিনি। বজরংয়ের হাত ধরে ভারতের ষষ্ঠ পদক আসার পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে ভারতের হয়ে অলিম্পিক্সের মঞ্চে ব্যক্তিগত ইভেন্টে সোনাজয়ী অভিনব বিন্দ্রা, সকলেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বজরংকে। নরেন্দ্র মোদি লেখেন, 'দারুণ খবর। দুরন্ত লড়ে পদক জিতেছে বজরং। তোমাকে শুভেচ্ছা ও অভিনন্দন। গোটা ভারতকে গর্বিত করেছো তুমি।' শুভেচ্ছাবার্তায় অভিনব বিন্দ্রা লিখেছেন, 'অনেক ্ভিনন্দন বজরং পুনিয়া। দুরন্ত লড়াকু মানসিকতা ও বুদ্ধিদীপ্ত স্ট্র্যটেজি দেখিয়ে ব্রোঞ্জ জিতেছো তুমি।' এর আগে ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন বজরং। এছাড়াও ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। বজরংয়ের ঝুলিতে রয়েছে আরও সাফল্য। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন বজরং। ২০১৭ ও ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন এই কুস্তিগীর। গত বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন তিনি।
অলিম্পিক্সের একেবারে শুরুতেই মীরাবাঈ চানুর হাত ধরে অলিম্পিক্সের মঞ্চে প্রথম পদক জেতে ভারত। রুপো জিতেছিলেন চানু। তারপরে পিভি সিন্ধু, লভলিনা বরগোহাঁই ও ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ জিতেছিল। রুপো পেয়েছিলেন রবি কুমার দাহিয়া। বজরং ব্রোঞ্জ জেতায় এই মুহূর্তে এবারের অলিম্পিক্সের মঞ্চে চারটি ব্রোঞ্জ ও দুটি রুপো এল ভারতের ঝুলিতে। জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার হাত ধরে যা বাড়ার মুখে।