Sachin Tendulkar : জানেন ৩২ বছর আগে আজকের দিনে কোন সাফল্য পেয়েছিলেন সচিন ?
On this day in 1989 : ফয়জালাবাদে ভারত-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলছে। তখন সবে ১৬ বছর বয়স তেন্ডুলকরের। সেই ম্যাচে অল্প সময়ের মধ্যে ১০১ রানে চার উইকেট খুইয়ে সমস্যায় পড়ে টিম ইন্ডিয়া
নিউ দিল্লি : তাঁর ব্যাটিংয়ের জাদুতে একসময় আচ্ছন্ন হয়ে থাকত গোটা দেশ। খুব অল্প বয়সেই অভিষেক। তারপর থেকেই একের পর এক সাফল্য। তা সে একদিনের ক্রিকেট হোক বা টেস্ট। তার শুরুটাও হয়েছিল আজকের দিনেই। ৩২ বছর আগে আজকের দিনেই সবথেকে তরুণ ক্রিকেটার হিসেবে টেস্টে হাফ সেঞ্চুরি করেছিলেন সচিন তেন্ডুলকর।
সালটা ছিল ১৯৮৯। ফয়জালাবাদে ভারত-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলছে। তখন সবে ১৬ বছর বয়স তেন্ডুলকরের। সেই ম্যাচে অল্প সময়ের মধ্যে ১০১ রানে চার উইকেট খুইয়ে সমস্যায় পড়ে টিম ইন্ডিয়া। এরপর পঞ্চম উইকেটে জুটি বাঁধেন সচিন ও সঞ্জয় মঞ্জরেকর। ৫৯ রানের ইনিংস খেলেন সচিন ও মঞ্জরেকর তোলেন ৭৬ রান। ১৪৩ রানের পার্টনারশিপ গড়েন দুজনে।
১৯৮৯ সালে টেস্টে করাচিতে ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয় সচিনের। একই ম্যাচে অভিষেক করেছিলেন পাকিস্তানের অন্যতম সেরা পেসার ওয়াকার ইউনিস। সেই সফল কেরিয়ারের শুরু সচিনের। তার পর থেকে একের পর এক মাইলফলক ছুঁয়েছেন মাস্টার ব্লাস্টার।
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সচিন। এখনও পর্যন্ত টেস্ট ও একদিনের ক্রিকিটে তিনিই সর্বোচ্চ রান সংগ্রহকারী। এছাড়াও সবথেকে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ডও তাঁর ঝুলিতেই।
২০১৯ সালে ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি জায়গা করে নেন আইসিসি হল অফ ফেমে। ৪৬ বছরের সচিনের ভারতের হয়ে অভিষেক হয়েছিল ১৬ বছর বয়সে। কিছুদিনের মধ্যে নিজের ব্যাটিংয়ের জাদুতে গোটা দেশবাসীর মন জয় করে নেন। তাঁর সেই ব্যাটিংয়ের ঝলক এখনও মিস করেন লাখ লাখ ভক্ত।
আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট রান সংগ্রহ ৩৪,৩৫৭। তার পরে দ্বিতীয় স্থানে রয়েছেন কুমার সাঙ্গাকারা। তবে মাস্টার ব্লাস্টারের থেকে তাঁর ৬ হাজার রান কম রয়েছে। এর পাশাপাশি মাস্টার ব্লাস্টার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করেছেন।