Indian Cricket: 'ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত', বলছেন জাতীয় দলে খেলার বাংলার প্রাক্তন উইকেট কিপার
ICC World Cup 2023: একের পর এক ম্যাচ জয়। অসাধারণ পারফরম্যান্স প্লেয়ারদের। বিশেষ করে তরুণ প্লেয়াররাও যখনই সুযোগ পাচ্ছেন, নিজেদের মেলে ধরছেন।
মুম্বই: দুর্দান্ত ফর্মে ভারতীয় ক্রিকেট দল। অনেকেই এই দলকে ২০০৩ সালের অস্ট্রেলিয়া দলের সঙ্গে তুলনা করছেন। ব্যাটিং হোক বা বোলিং কোনও বিভাগেই প্রতিপক্ষরা টেক্কা দিতে পারছেন না এই ভারতীয় দলকে (Indian Cricket Team)। এশিয়া কাপ (Asia Cup) থেকে বিশ্বকাপ (ICC World Cup 2023)। একের পর এক ম্যাচ জয়। অসাধারণ পারফরম্যান্স প্লেয়ারদের। বিশেষ করে তরুণ প্লেয়াররাও যখনই সুযোগ পাচ্ছেন, নিজেদের মেলে ধরছেন। যা দেখে প্রাক্তন ভারতীয় উইকেট কিপার ব্য়াটার দীপ দাশগুপ্ত (Deep Dasgupta) বলছেন,, ভারতীয় ক্রিকেটের ভবিষ্য়ৎ সুরক্ষিত। উল্লেখ্য, এই মুহূর্তে বিশ্বকাপে ধারাভাষ্যের দায়িত্ব সামলাচ্ছেন বাংলার এই প্রাক্তন ক্রিকেটার।
বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে বাবর আজমকে টপকে ওয়ান ডে ফর্ম্যাটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন শুভমন গিল। অন্য়দিকে বোলারদের ক্রমতালিকাতেও শীর্ষে রয়েছেন মহম্মদ সিরাজ। এক সাক্ষাৎকারে দীপ বলছেন, ''সত্য়ি অসাধারণ সময় ভারতীয় দলের জন্য। ক্রমতালিকা দেখে সত্যিই খুব ভাল লাগছে। সবচেয়ে ভাল দিক হল এই প্লেয়ারগুলোই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ। যেমন ব্যাটিংয়ে শুভমন এখনই ব্যাটারদের তালিকায় শীর্ষে। সিরাজ বোলারদের তালিকায় শীর্ষে। আমরা বলতেই পারি যে আমাদের দেশের ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিততের হাতেই রয়েছে।''
বিশ্বকাপের সেমিফাইনালে চলে গিয়েছে ভারতীয় দল। আগামী ১২ নভেম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল। নিয়মরক্ষার ম্যাচ। কোনও বদল কি হতে পারে? দীপ যদিও বদলে রাজি নন। তিনি বলছেন, ''আমি ব্যক্তিগতভাবে চাইব না দলে কোনও বদল হোক। এশিয়া কাপেও বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে আমার মতামত এমনই ছিল। বিনা কারণে দলে পরিবর্তন এনে ভারসাম্য নষ্ট করার মানে হয় না।''
উল্লেখ্য, ইডেন গার্ডেন্সে ওডিআই ক্রিকেটের রেকর্ড ৪৯ তম শতরান করেছেন বিরাট। যে ঐতিহাসিক মূহূর্তকে স্মরণীয় করে রাখার ব্যবস্থা হল ক্রিকেটের নন্দন কাননে। ক্লাব হাউস বিল্ডিংয়ের বাইরে ইডেনের মুখ্য প্রবেশদ্বারের ঠিক ওপরে যে স্মরণীয় মুহূর্তগুলো ধরা রয়েছে, সেখানেই এবার স্থান পেল বিরাট কোহলির ঐতিহাসিক শতরানের ঠিক পরের মুহূর্তের ছবিটি। যে পোস্টারটি বসানো হয়েছে একেবারে সচিন তেন্ডুলকারের ছবির পাশে। প্রসঙ্গত, যে মাঠে ওডিআই কেরিয়ারের প্রথম শতরান হাঁকিয়েছিলেন কোহলি, সেই ইডেন গার্ডেন্সেই ইতিহাসের পাতায় নাম তুলেছেন ভারতীয় ব্যাটার। সেই নজিরকেই কুর্নিশ জানিয়ে ইডেন গার্ডেন্সের প্রবেশপথের মুখে ক্লাব হাউস বিল্ডিংয়ের গায়ে বসল বিরাটের শতরানের পরের মুহূর্তের পোস্টার।