এক্সপ্লোর
জাতীয় দলে ফেরার জন্য সরফরাজ আহমেদকে ঘরোয়া ক্রিকেটে মন দেওয়ার পরামর্শ ইমরান খানের
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারের পর থেকেই সমালোচিত হচ্ছিলেন সরফরাজ। ঘরের মাঠে প্রথমসারির বেশি কয়েকজন ক্রিকেটারবিহীন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ ০-৩ হারের পর তাঁকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় পিসিবি।
![জাতীয় দলে ফেরার জন্য সরফরাজ আহমেদকে ঘরোয়া ক্রিকেটে মন দেওয়ার পরামর্শ ইমরান খানের Pak PM advises Sarfaraz Ahmed to focus on domestic cricket for comeback into National team জাতীয় দলে ফেরার জন্য সরফরাজ আহমেদকে ঘরোয়া ক্রিকেটে মন দেওয়ার পরামর্শ ইমরান খানের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/11/18151936/sarfaraz.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ইসলামাবাদ: অধিনায়কত্ব খোয়ানো সরফরাজ আহমেদকে জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সের উপর জোর দেওয়ার পরামর্শ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, টি-২০ ক্রিকেটের মাধ্যমে কোনও ক্রিকেটারের পারফরম্যান্স ও ফর্ম বিচার করা উচিত নয়। টেস্ট ও একদিনের ক্রিকেটের পারফরম্যান্সই মাপকাঠি হওয়া উচিত। সরফরাজ জাতীয় দলে ফিরতেই পারে। ওর ঘরোয়া ক্রিকেটে মন দেওয়া উচিত।’
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারের পর থেকেই সমালোচিত হচ্ছিলেন সরফরাজ। ঘরের মাঠে প্রথমসারির বেশি কয়েকজন ক্রিকেটারবিহীন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ ০-৩ হারের পর তাঁকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় পিসিবি। দল থেকেও বাদ পড়েন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তবে তাঁর পাশেই দাঁড়িয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা প্রধানমন্ত্রী ইমরান।
প্রাক্তন ক্রিকেটার মিসবা-উল-হককে পাকিস্তানের সিনিয়র দলের প্রধান কোচ ও মুখ্য নির্বাচক নিয়োগ করার সিদ্ধান্তকেও সমর্থন করে ইমরান বলেছেন, ‘মিসবাকে এই দায়িত্ব দেওয়া গঠনমূলক পদক্ষেপ। ও সৎ এবং পক্ষপাতহীন ব্যক্তি। ওর প্রচুর অভিজ্ঞতাও আছে। আমার আশা, টেস্ট ও একদিনের ক্রিকেটে পাকিস্তানের পারফরম্যান্সের উন্নতিতে সাহায্য করবে মিসবা।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)