PAK vs ENG 1st T20I: কামব্যাকেই অর্ধশতরান হেলসের, পাকিস্তানকে ৬ উইকেটে হারাল ইংল্যান্ড
PAK vs ENG: নিজের টি-টোয়েন্টি অভিষেকেই বল হাতে দুরন্ত পারফর্ম করলেন লুক উড। চার ওভারে ২৪ রানের বিনিময়ে তিন উইকেট নেন তিনি।
করাচি: তিন বছর পর অতীতের বিতর্ক পিছনে ফেলে ইংল্যান্ডের জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন অ্যালেক্স হেলস (Alex Hales)। আর নিজের কামব্যাক ম্যাচেই নিজের জাত চেনালেন ইংল্যান্ডের তারকা ওপেনার। হেলসের অর্ধশতরান ও অভিষেকে লুক উডের (Luke Wood) তিন উইকেটে ভর করে পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ছয় উইকেটে হারাল ইংল্যান্ড (PAK vs ENG 1st T20)।
রিজওয়ানের অর্ধশতরান
এদিন টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করার আহ্বান জানায় ইংল্যান্ড। চোটের কারণে জস বাটলার সাত ম্যাচের সিরিজের প্রথম দিকে খেলতে পারবেন না। তাই ইংল্যান্ডের হয়ে নেতৃত্ব করতে দেখা যায় মঈন আলিকেই। এই ম্যাচেও পাকিস্তানের দুই তারকা ওপেনার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) এবং বাবর আজমের ব্যাটে ভর করেই পাকিস্তান নিজেদের ইনিংস গড়ে। আইসিসির বিচারে এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার রিজওয়ান ৪৬ বলে ৬৮ রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল ছয়টি চার ও দুইটি ছক্কায়। বাবর অবশ্য ৩১ রান করেই সাজঘরে ফেরেন।
ইনিংসের শেষের দিকে ইফতিকার আমেদ ১৭ বলে ২৮ রানের ইনিংস খেলে পাকিস্তানকে ১৫০ রানের গণ্ডি পার করান। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান সাত উইকেটের বিনিময়ে ১৫৮ রান তোলে। ইংল্যান্ডের হয়ে এই ম্যাচেই অভিষেক ঘটানো লুক উডই সফলতম বোলার। তিনি চার ওভারে ২৪ রানের বিনিময়ে তিন উইকেট নেন। এছাড়া আর কোনও পাকিস্তানি ব্যাটার বলার মতো রান করেননি। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ চার ওভারে ২৭ রান খরচ করে দুই উইকেট নেন। জবাবে শুরুতেই ফিল সল্টকে মাত্র ১০ রানে ফেরান শাহনওয়াজ দাহানি।
ব্রুক-হেলসের পার্টনারশিপ
ডেভিড মালান ও বেন ডাকেটও যথাক্রমে ২০ ও ২১ রানের বেশি করতে পারেননি। তবে হেলসের সঙ্গে জুটি বাঁধেন হ্যারি ব্রুক। চতুর্থ উইকেটে দুইজনে মিলে ৫৫ রান যোগ করে ইংল্যান্ডের জয় সুনিশ্চিত করেন। চার বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। পাকিস্তানের হয়ে লেগ স্পিনার উসমান কাদির দুই উইকেট নিলেও ৩৬ রান খরচ করেন। তিন উইকেট নেওয়ার সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত লুক উড। বৃহস্পতিবার সাত ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড।
আরও পড়ুন: গ্রিন-ওয়েডের ব্যাটের দাপটে আঁধার নামল ভারতীয় শিবিরে, ২০৮ তাড়া করে জয়ী অস্ট্রেলিয়া