WTC Standings: শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতকে ধরে ফেলল পাকিস্তান
WTC Points Table: একটি করে টেস্ট ম্যাচের পর একশো শতাংশ জয়ের হার রেখে ভারত ও পাকিস্তান - দুই দল যুগ্মভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।
গল: শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল পাকিস্তান (SL vs Pak)। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের পয়েন্ট টেবিলে ভারতকে ধরে ফেললেন বাবর আজমরা।
এই জয়ের ফলে একটি করে টেস্ট ম্যাচের পর একশো শতাংশ জয়ের হার রেখে ভারত ও পাকিস্তান - দুই দল যুগ্মভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারত জিতলে আর শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাকিস্তান হারলে বা ড্র করলে অবশ্য টিম ইন্ডিয়া এগিয়ে যাবে।
২০২২ সালের জুলাই। আরও নিখুঁতভাবে বললে, ১৬-২০ জুলাই - এই পাঁচদিনের সময়সীমা। স্থান গল। বিপক্ষে দিমুথ করুণারত্নের শ্রীলঙ্কা। ৪ উইকেটে সেই ম্যাচ জিতেছিল পাকিস্তান। পাক দলের জেতা শেষ টেস্ট ম্যাচ।
তারপর ঠিক এক বছর পার। মাঝে আর কোনও টেস্ট ম্যাচ জেতেননি বাবর আজমরা (Babar Azam)। অভিশাপ ঘুচল সেই গলে। সেই ১৬-২০ জুলাইয়ের টেস্ট ম্যাচে। জয়ের ব্যবধান? সেই ৪ উইকেট।
শ্রীলঙ্কাকে (SL vs Pak) ৪ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল পাকিস্তান। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের শুরুটাও দুর্দান্তভাবে করল পাকিস্তান। এক বছর পর কোনও টেস্ট জিতল পাকিস্তান।
পাকিস্তানকে জেতাতে দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইমাম-উল-হক। তাঁর লড়াকু ৮৪ বলে অপরাজিত ৫০ রানে ভর করে ম্যাচ জিতে নিল পাকিস্তান। তবে একটা সময় পরপর উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় পাক ব্যাটাররা। সেই পরিস্থিতি কাটিয়ে তুলতে সাহসী ভূমিকা পালন করেন ইমাম-উল-হক এবং সউদ শাকিল।
শ্রীলঙ্কা পাকিস্তানকে ১৩১ রানের লক্ষ্য দেয়। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ওপেন করতে নামা আবদুল্লা শফিক মাত্র ৮ রানের মাথায় ফিরে যান। প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে ইমাম-উল-হক পাল্টা লড়াই করে দলকে এগিয়ে নিয়ে যান।
একাই ৮৪ বলে করেন লড়াকু অপরাজিত ৫০ রান। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৪টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি দিয়ে। ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে নেয় পাকিস্তান। এই ইনিংসে ৪ উইকেট নেন প্রভাত জয়সূর্য। ম্য়াচের সেরা হয়েছেন সউদ শাকিল।
আরও পড়ুন: এশিয়া কাপে কবে ভারত-পাক মহারণ? কোথায় হবে খেলা?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন