‘পাকিস্তান বিশ্বের অন্যতম নিরাপদ দেশ’, বাংলাদেশকে অভয় ক্রিস গেইলের
নিরাপত্তার কারণেই পাকিস্তানে যেতে রাজি হয়নি বাংলাদেশি ক্রিকেটাররা।
ঢাকা: পাকিস্তানে খেলতে গিয়ে শ্রীলঙ্কা দলের ওপর হামলার ঘটনার পর থেকেই ক্রিকেট বিশ্ব ঘোষিত ভাবে বয়কট করেছে ইমরান খানের দেশকে। দীর্ঘ দশ বছর পাকিস্তানে খেলতে যায়নি কোনও দেশ। যার ফলে ঘরোয়া ভেনু পর্যন্ত বদলাতে বাধ্য হয়েছে পাকিস্তান। অনেক সিরিজই দুবাইতে খেলেছে মিসবা উল হকের দল। গত বছর এক দশক পর পাকিস্তানে গিয়ে খেলেছে শ্রীলঙ্কা। তারপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হয় পাকিস্তানে এসে খেলার। সেদেশে গিয়ে ৩টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট খেলার জন্য বাংলাদেশ বোর্ডের কাছে প্রস্তাব পাঠায় পিসিবি। বাংলাদেশ তাতে রাজি হয়নি। উল্টে, সিরিজের অর্ধেক ম্যাচ বাংলাদেশে করার জন্য পাল্টা প্রস্তাব রাখে সাকিব আল হাসানের দেশ। তবে তা খারিজ হয়ে যায়। মূলত নিরাপত্তার কারণেই পাকিস্তানে যেতে রাজি হননি বাংলাদেশি ক্রিকেটাররা। সেই প্রসঙ্গেই এবার পাকিস্তানকে ‘বিশ্বের অন্যতম নিরাপদ দেশের’ সার্টিফিকেট দিলেন ক্রিস গেইল।
ক্যারিবিয়ান কিংবদন্তীর কথায়, পাকিস্তানে প্রেসিডেন্টের যা নিরাপত্তা, একজন ক্রিকেটারকেও সেই একই রকম নিরপত্তা দেওয়া হয়। তবে বাংলাদেশও যে ক্রিকেটারদের জন্য নিরাপদ, সে কথাও অকপটে স্বীকার করে নিয়েছেন ক্রিস গেইল। এই মুহূর্তে বিপিএলের জন্য বাংলাদেশেই রয়েছেন তিনি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হয়ে খেলছেন গেইল।
উল্লেখ্য, বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে এখনও পর্যন্ত কোনও পাকাপাকি সিদ্ধান্ত নেয়নি বিসিবি। ১২ তারিখ, বোর্ড মিটিংয়ে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন, বিসিবি মিডিয়া ও কমিউনিকেশন চেয়ারম্যান জালাল ইউনুস।