এক্সপ্লোর
Advertisement
ডোপ টেস্টে ব্যর্থ পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ, তিন মাসের নিষেধাজ্ঞার সম্ভাবনা
ইসলামাবাদ: ডোপ টেস্টে উতরোতে পারলেন না পাকিস্তানের ক্রিকেট দলের ওপেনার আহমেদ শেহজাদ। পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমন খবরই জানানো হয়েছে। সম্প্রতি একটি ডোপ পরীক্ষায় পজিটিভ শেহজাদের ফলাফল পজিটিভ হয়। ক্রিকেটারের নাম প্রকাশ না করে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই খবরের সত্যতার কথা স্বীকার করেছে।
পিসিবি-র ট্যুইটে বলা হয়েছে, এক খেলোয়াড় ডোপ পরীক্ষায় একটি নিষিদ্ধ পদার্থর জন্য উতরোতে পারেননি। কিন্তু আইসিসি-র নিয়ম অনুযায়ী যতদিন না সরকারের অ্যান্টি ডোপিং এজেন্সির দ্বারা কেমিক্যাল রিপোর্ট না আসছে, ততদিন ওই খেলোয়াড়ের নাম প্রকাশ করা যায় না বা তাঁর বিরুদ্ধে চার্জশিট দায়ের করা যায় না। আগামী দু-এক দিনের মধ্যে এর জবাব পাওয়া যাবে।
যদিও পাক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে স্পষ্টই জানানো হয়েছে যে, ওই পাক ক্রিকেটারের নাম আহমেদ শেহজাদ।
ডোপ টেস্টে উতরোতে না পারায় এবার শেহজাদের ক্রিকেট ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আইসিসি-র নিয়ম অনুযায়ী, তাঁর ওপর তিনমাস নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
পাকিস্তানে একটি ঘরোয়া টুর্নামেন্ট চলাকালে শেহজাদের টেস্ট করা হয়।ওই টুর্নামেন্টে তিনি খাইবার পাখতুনওয়ার হয়ে খেলেছিলেন।
২৬ বছরের ওপেনার শেহজাদ পাকিস্তানের হয়ে ১৩ টেস্ট ও ৮১ ওয়ানডে এবং ৫৭ টি ২০ ম্যাচ খেলেছেন। খাইবার পাখতুনওয়ার হয়ে এই মরশুমে দারুণ ছন্দে ছিলেন তিনি। টুর্নামেন্টে ৭৪.৪০ গড়ে ৩৭২ রান করেন তিনি।
A
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement