এক্সপ্লোর
আইপিএলের আগে অব্যাহত ঋসভ পন্ত-ঝড়

নয়াদিল্লি: আইপিএলের আগে সৈয়দ মুস্তাক আলি টি ২০ ট্রফিতে অব্যাহত ঋসভ পন্ত ঝড়। ভারতীয়দের মধ্যে টি ২০ তে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ড করার পরের ম্যাচেই সার্ভিসেসের বিরুদ্ধে ৩২ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস পন্তের। সার্ভিসেসের বিরুদ্ধে এই ম্যাচে প্রথম ব্যাট করে দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২২৫ রান করে। পন্ত ছাড়াও সার্থক রঞ্জন ২৫ এবং নিতীশ রানা ৩০ এবং অধিনায়ক প্রদীপ সাঙ্গওয়ান ২৯ রান করেন। জয়ের জন্য ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় সার্ভিসেস। তবে ২৩ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ জমিয়ে দেন ওপেনার রবি চৌহান। এছাড়াও নকুল বর্মা (৫৩) এবং বিকাশ হাথবালা (৩৬) ভালো ব্যাটিং করেন। কিন্তু শেষপর্যন্ত ১৯.১ ওভারে ২০৩ রানে অলআউট হয়ে যায় সার্ভিসেস।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















