Parlympics 2024: প্যারালিম্পিক্সে সোনা জিতলেন ধরমবীর, একই ইভেন্টে রুপো প্রণবের, ভারতের ঝুলিতে ২৪ পদক
Paris Paralympics 2024: নিজের পঞ্চম থ্রোয়ে একমাত্র সাফল্য পেয়েছিলেন এদিন ধরমবীর। আর তাতেই সোনা নিশ্চিত করেন তিনি। এই ইভেন্টে ৩৪.৯২ মিটার দূরত্বে থ্রো করেছিলেন।
প্যারিস: অলিম্পিক্সের সাফল্যকে টেক্কা দিয়েছে প্যারালিম্পিক্সের আসর। বুধবারের শেষে ভারতের ঝুলিতে যোগ হয়েছে ২৪টি পদক। এফ 51 ক্লাব থ্রো ইভেন্টে সোনা জিতেছিলেন ধরমবীর। একই ইভেন্টে রুপো পেয়েছেন ভারতের প্রণব সুরমা। এই দুজনের পদক জয়ের সঙ্গে সঙ্গেই ভারতের পদক সংখ্যা হয়ে দাঁড়ায় ২৪। যার মধ্যে পাঁচটি সোনা রয়েছে।
উল্লেখ্য, নিজের পঞ্চম থ্রোয়ে একমাত্র সাফল্য পেয়েছিলেন এদিন ধরমবীর। আর তাতেই সোনা নিশ্চিত করেন তিনি। এই ইভেন্টে ৩৪.৯২ মিটার দূরত্বে থ্রো করেছিলেন। আরেক ভারতীয় প্রণব ৩৪.৫৯ মিটার ছোড়েন। সার্বিয়ার ফিলিপ গ্রাওভাচ ব্রোঞ্জ জিতেছেন। এই ইভেন্টে ধরমবীরের প্রথম চারটি থ্রো ফাউল হয়েছিল। ধরমবীরকে ২০১৬ প্যারালিম্পিক্সের মঞ্চে প্রথম বার দেখা যায়।
প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের ব্যক্তিগত বিভাগের রিকার্ভ ওপেন ফাইনালে পোলিশ তিরন্দাজ লুকাস সিজ়েককে ৬-০ ব্যবধানে হারান হরবিন্দর। তিনটি সেটে তিনি জেতেন ২৮-২৪, ২৮-২৭ ও ২৯-২৫ পয়েন্টে। এটা হরবিন্দরের পরপর দুই প্যারালিম্পিক্সে পদক জয়। টোকিওতে তিন বছর আগে ব্রোঞ্জ জিতেও তিনি মাইলফলক তৈরি করেছিলেন। ভারতের প্রথম কোনও প্যারা তিরন্দাজ হিসাবে পোডিয়ামে জায়গা করে নিয়েছিলেন হরবিন্দর।
প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের ব্যক্তিগত বিভাগের রিকার্ভ ওপেন সেমিফাইনালে ইরানের মহম্মদ রেজা আরাব আমেরির বিরুদ্ধে ১-৩ পিছিয়ে থাকা অবস্থায় ৭-৩ ব্য়বধানে জেতেন হরবিন্দর। সব মিলিয়ে সেমিফাইনালে ম্য়াচে ২৫-২৬, ২৭-২৭, ২৭-২৫, ২৬-২৪ ও ২৬-২৫ ব্যবধানে জেতেন হরবিন্দর।
এবারের এদিন ইতিহাস গড়লেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। ২০১৬ সালে রিও প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন তিনি। টোকিওয় এসেছিল রুপো। এবার প্যারিসে ব্রোঞ্জ জিতে প্রথম ভারতীয় প্যারালিম্পিয়ান হিসাবে নাগাড়ে তিন প্যারালিম্পিক্সে তিন পদক জিতলেন মারিয়াপ্পান। হাই জাম্পের টি৬৩ বিভাগে ১.৮৫ মিটার লাফিয়ে জিতে নিলেন ব্রোঞ্জ। তবে সেই একই বিভাগে মারিয়াপ্পনকে ছাপিয়ে গেলেন স্বদেশীয় শরদ কুমার। ১.৮৮ মিটারের লাফে রুপো এল তাঁর ঝুলিতে। অল্পের জন্য চতুর্থ স্থানে শেষ করে পদক হাতছাড়া হয় শৈলেশ কুমারের।
অলিম্পিক্স হোক বা প্যারিলিম্পিক্স, জ্যাভলিন থ্রোয়ে ভারতীয়দের দৌরাত্ম্য অব্যাহত। প্যারিস অলিম্পিক্সে নাগাড়ে দ্বিতীয়বার অলিম্পিক্স পদক জিতেছেন নীরজ চোপড়া। প্যারালিম্পিক্সে ইতিমধ্যেই জ্যাভিলন ছুড়ে রেকর্ড গড়ে সোনা জিতে নিয়েছেন সুমিত আন্টিল।
আরও পড়ুন: RG কর-এ নির্যাতিতার পরিবারের হাতে নিজের আন্তর্জাতিক পদক তুলে উদাহরণ তৈরি করলেন সুস্মিতা