IPL 2024: স্টার্কের জন্য খুশি, তবে আইপিএলের 'কোটিপতি' কামিন্সকে নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অজি পেসারই
IPL 2024 Auction: অনেকে তো সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়ে এমনও বলেছেন যে ২ অজি এসে ভারতের টাকা লুটে নিয়ে চলে যাচ্ছেন। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন যে আদৌ কি এই ২ তারকা এত টাকা পাওয়ার যোগ্য?
![IPL 2024: স্টার্কের জন্য খুশি, তবে আইপিএলের 'কোটিপতি' কামিন্সকে নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অজি পেসারই 'Pat is a top-quality bowler, but...': Jason Gillespie questions Pat Cummins' IPL price tag get to know IPL 2024: স্টার্কের জন্য খুশি, তবে আইপিএলের 'কোটিপতি' কামিন্সকে নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অজি পেসারই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/93f5a25685980b5b13d4bef0de9417551703145042878206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সিডনি: একজন পেয়েছেন ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা, তো একজন পেয়েছেন ২০ কোটি ৫০ লক্ষ টাকা। ২ জনেই অস্ট্রেলিয়ার (Australia Cricket) তারকা পেসার। আইপিএলের নিলামের টেবিলে তাঁদের দলে নেওয়ার জন্য কোটি কোটি অর্থ খরচ করেছে ২ ফ্র্যাঞ্চাইজি। অনেকে তো সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়ে এমনও বলেছেন যে ২ অজি এসে ভারতের টাকা লুটে নিয়ে চলে যাচ্ছেন। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন যে আদৌ কি এই ২ তারকা এত টাকা পাওয়ার যোগ্য? তবে এবার সেই তালিকায় অস্ট্রেলিয়ারই এক প্রাক্তন ক্রিকেটার। প্রাক্তন অজি পেসার জেসন গিলেসপি মুখ খুললেন মিচেল স্টার্ক (Mitchell Starc) ও প্যাট কামিন্সের (Pat Cummins) আইপিএলে দল পাওয়া প্রসঙ্গে। আর তাতেই স্টার্ককে নিয়ে কোনও প্রশ্ন না থাকলেও কামিন্সের এত টাকা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ডানহাতি তারকা পেসার।
এক সাক্ষাৎকারে গিলেসপি বলেন, ''প্যাট কামিন্স বিশ্বমানের বোলার ও দুর্দান্ত একজন অধিনায়ক। দারুণ দল পরিচালনা করতে পারে ও। এটা আমরা গত কয়েক বছরে দেখে এসেছি। তবে আমি মনে করি না যে টি-টোয়েন্টি ওর জন্য সেরা ফর্ম্য়াট। প্যাট আসলে টেস্টের ক্রিকেটার। টেস্টের বোলার। টেস্ট ফর্ম্য়াটে ওর মত বোলার যে কোনও প্রতিপক্ষের কাছে ভয়ঙ্কর। তবে কখনওই কুড়ির ফর্ম্যাটে প্যাট ভাল পারফর্মার নয়।'' উল্লেখ্য, এবারের নিলামে মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি, সিএসকে ও সানরাইজার্সের মধ্যে কড়া টক্কর ছিল কামিন্সকে দলে নেওয়া নিয়ে। শেষ পর্যন্ত কমলা ব্রিগেড দলে নিয়ে নেয় অজি অধিনায়ককে। এর আগেই নিলামের টেবিলে ঝড় তুলেছিলেন ডানহাতি পেসার। ২০২০ নিলামে কেকেআর কামিন্সকে দলে নেওয়ার জন্য ১৫ কোটি ৫০ লক্ষ টাকা খরচ করেছিল।
তবে কামিন্সকে নিয়ে প্রশ্ন তুললেও স্টার্ক যে দর পেয়েছেন তা যোগ্যই মনে করেন গিলেসপি। তিনি বলছেন, ''স্টার্কের জন্য যে টাকা খরচ করা হয়েছে, তার অঙ্কটা বিশাল। কিন্তু আমি নিশ্চিত ও দারুণ পারফর্ম করবে। ওর জন্য আমি ভীষণ খুশি। একজন বাঁহাতি বোলার যার পেস আছে, স্যুইং আছে, তার জন্য এতটা অর্থ খরচ করেছে কোনও দল, এটা সত্যিই বেশ ইতিবাচক দিক। আমি স্টার্ককে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি।''
স্টার্ক বরাবরই দেশের জার্সিতে খেলাকে আইপিএলের আগে রেখেছেন। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মাত্র ২ টো মরসুম খেলেছেন তিনি। ২৭ ম্য়াচে ৩৪ উইকেট ঝুলিতে পুরেছেন। তবে অজি পেসার জানিয়েছেন যে সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আসন্ন আইপিএল মরসুমে কেকেআরের জার্সিতে নিজের সেরাটা উজার করে দিতে মরিয়া থাকবেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)