IND vs AUS: টিকিটের লাইনে ধুন্ধুমার, হায়দরাবাদ ক্রিকেট সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ
Hyderabad Cricket Association: ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের টিকিট কাটতে গিয়ে পুলিশের মারের সামনে পড়তে হয়েছ অসংখ্য ভারতীয় ক্রিকেট সমর্থককে। গতকালই ঘটনাটি ঘটেছে।
হায়দরাবাদ: চলতি ভারত অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের (IND vs AUS) শেষ ম্যাচ আয়োজিত হবে রবিবার (২৫ সেপ্টেম্বর)। হায়দরবাদে রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বসতে চলেছে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচের আসর। আয়োজিত হবে সেই ম্যাচ। তবে ম্যাচের আগেই বিপত্তি। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের টিকিট কাটতে গিয়ে হেনস্থার শিকার একাধিক। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের টিকিট কাটতে গিয়ে পুলিশের মারের সামনে অসংখ্য ভারতীয় ক্রিকেট সমর্থক।
মামলা দায়ের
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর)। এদিনই টিকিট কাউন্টারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। পুলিশের লাঠিচার্জ চলল দেদার। সূত্রের খবর, কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। জিমখানা গ্রাউন্ডের বাইরে এদিন টিকিট কাটার লাইনে বিশাল ভিড় তৈরি হয়। সেই সময়ই পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রবল লাঠিচার্জ করে। তখনই ধুন্ধুমার বেঁধে যায়। পুলিশের লাঠির আঘাতে মাটিয়ে লুটিয়ে পড়েন অনেকেই। এঁদের মধ্যে অনেক মহিলাও ছিলেন। জানা গিয়েছে যে আহতদের প্রত্যেককেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার জেরেই হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Hyderabad Cricket Association) বিরুদ্ধে তিন দফায় মামলা দায়ের করল পুলিশ। সংবিধান অনুযায়ী ৪২০, ৩৩৭ এবং ২১/৭৬, এই তিন ধারায় মামলা দায়ের করা হয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। তবে রবিবারের ম্যাচের আগেই আজ নাগপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। সিরিজে টিকে থাকতে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলকে এই ম্যাচ জিততেই হবে। ম্যাচের আগে সব নজর ভারতীয় দলের একাদশের দিকে।
ফিট বুমরা
গত ম্যাচে জসপ্রীত বুমরা ভারতীয় দলে সুযোগ পাননি। বহুদিন পরে চোট সারিয়ে এই সিরিজেই ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন বুমরা। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই বিশ্বকাপের আগে বুমরার দলে ফেরা এবং তাঁর ফর্মের দিকে সকলেরই নজর রয়েছে। দ্বিতীয় ম্যাচের আগে সূর্যকুমার যাদব বুমরার ফিটনেসের বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'আমি এই বিষয়ে (বুমরার ফিটনেসের বিষয়ে) তেমন কিছুই জানি না। এটা আমার বিভাগ নয়, দলের ফিজিও এবং টিম ম্যানেজমেন্টকে এই বিষয়ে প্রশ্ন করা উচিত। তবে হ্যাঁ, এটা বলতে পারি, দলের সকলেই ফিট এবং দলের অন্দরমহলের পরিবেশটাও খুবই ভাল।' তবে তারপরে সূর্য জানিয়ে দেন বুমরা ম্যাচের নামার জন্য কিন্তু প্রস্তুত।
আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে ভারতীয় একাদশে পন্থের সুযোগ পাওয়া উচিত, স্পষ্টবাক গিলক্রিস্ট