এক্সপ্লোর
Advertisement
দেখুন মজার ঘটনা : বোলার পোলার্ড, নো-বল ডেকেও সিদ্ধান্ত বদলাতে হল আম্পায়ারকে
ক্রিকেট মাঠে তীব্র লড়াইয়ের মাঝেও অনেক সময় মজাদার ঘটনাও ঘটে। এমনই একটা ঘটনা দেখা গেল গত সোমবার লখনউতে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে। আম্পায়ার নো-বল ডাকার সঙ্গে সঙ্গেই রান আপ আচমকা থামিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার কায়রন পোলার্ড।
নয়াদিল্লি: ক্রিকেট মাঠে তীব্র লড়াইয়ের মাঝেও অনেক সময় মজাদার ঘটনাও ঘটে। এমনই একটা ঘটনা দেখা গেল গত সোমবার লখনউতে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে। আম্পায়ার নো-বল ডাকার সঙ্গে সঙ্গেই রান আপ আচমকা থামিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার কায়রন পোলার্ড। বল করলেন না। আফগানিস্তানের ইনিংসের ২৫ তম ওভারে এই ঘটনা ঘটে। এরফলে আম্পায়ারকে তাঁর নো-বলের সিদ্ধান্ত বাতিল করে ডেড বল ঘোষণা করতে হয়। ওই ওভারে পাঁচ রান দেন পোলার্ড। কোনও উইকেট পাননি।
ওই ম্যাচে পাঁচ ওভার বল করে ২০ রান দিয়ে কোনও উইকেট পাননি পোলার্ড। তবে টস জিতে তাঁর বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের পক্ষে লাভজনক হয়ে ওঠে। জয়ের জন্য ২৫০ রানের লক্ষ্যে তারা আট বল বাকি থাকতেই পৌঁছে যায়। ব্যাট হাতে ২৬ বলে ৩২ রান করেন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে বেশি রান করেন ওপেনার শাই হোপ। ১০৯ রান করে তিনি দলের জয়ের ভিত গড়ে দেন। সিরিজ ৩-০ জয়ী হয় ওয়েস্ট ইন্ডিজ।Pollard???? pic.twitter.com/1ncUxUZamE
— RedBall_Cricket (@RedBall_Cricket) November 11, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
খবর
Advertisement