এক্সপ্লোর
Advertisement
পৃথ্বী, শ্রেয়স, ইশানদের দাপটে অনুশীলন ম্যাচে ১২৫ রানে পর্যুদস্ত ইসিবি একাদশ
হেডিংলি: লিডসের হেডিংলিতে গতকাল একটি অনুশীলন ম্যাচে ভারত এ দল ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি) একাদশকে ১২৫ রানে বিধ্বস্ত করল।
ইসিবি একাদশ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ভারত এ দলের ওপেনার পৃত্বী শ ৬১ বলে ৭০ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন। তাঁর ব্যাটে ভর করে ভারতের শুরুটা প্রত্যাশামাফিকই হয়। এরপর অধিনায়ক শ্রেয়স আয়ার ও উইকেটরক্ষক ইশান কিষানও যথাক্রমে ৫৪ ও ৫০ রান করেন।
লোয়ার অর্ডারে ক্রুনাল পান্ড্য (৩৪) এবং অক্ষর পটেল (অপরাজিত ২৮) ভালো ব্যাটিং করেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত এ দল ইসিবি একাদশের কাছে জয়ের জন্য ৩২৮ রানের বিশাল লক্ষ্য রাখে।
শুরুটা ভালো করলেও তৃতীয় উইকেট পড়ে যাওয়ার পর আর কোনও পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি ইসিবি একাদশ। ম্যাথু ক্রিচলি সর্বোচ্চ ৪৮ বলে ৪০ রান করেন। পরে টেলএন্ডাররাও কোনও লড়াই করতে পারেননি। ১৩.১ ওভার বাকি থাকতেই অল আউট হয়ে যায় তারা। ম্যাচ হারে ১২৫ রানে।
ভারত এ দলের হয়ে দীপক চাহর তিনটি, অক্ষর দুটি উইকেট নেন। প্রসিধ কৃষ্ণ, কে খলিল আহমেদ, বিজয় শঙ্কর ও ক্রুনাল পান্ড্য একটি করে উইকেট নেন।
অনুশীলন ম্যাচ হলেও এই জয়ের ফলে কোচ রাহুল দ্রাবিড়ের দল ইংল্যান্ড লায়ন্স ও ওয়েস্ট ইন্ডিজ এ দলকে নিয়ে ট্রাই সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement