Tokyo Olympics 2020: হংকংয়ের প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারিয়ে নক আউটে সিন্ধু
প্রথম ম্যাচ মাত্র ২৯ মিনিটে জিতে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ফেভারিট হিসাবেই নেমেছিলেন ভারতীয় শাটলার। এদিনও স্ট্রেট গেমে জয় পেলেন সিন্ধু। খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-৯, ২১-১৬।
টোকিও: মহিলা সিঙ্গলসের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও জয় পেলেন পিভি সিন্ধু। সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন হংকংয়ের নান ই চেয়ুং। প্রথম ম্যাচ মাত্র ২৯ মিনিটে জিতে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ফেভারিট হিসাবেই নেমেছিলেন ভারতীয় শাটলার। এদিন স্ট্রেট গেমে জয় পেলেন সিন্ধু। খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-৯, ২১-১৬।
টোকিও অলিম্পিক্সে আসার আগে থেকেই সিন্ধুকে নিয়ে পদকের আশা রয়েছে। সেই ধারাবাহিকতা প্রথম ম্যাচ থেকে দেখিয়ে এসেছেন এই ভারতীয় শাটলার। এদিন হংকংয়ের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধেও হট ফেভারিট ছিলেন সিন্ধু। এদিন প্রথম গেমে একেবারেই দাঁড়াতে পারেননি হংকংয়ের প্রতিদ্বন্দ্বী। ২১-৯ ব্যবধানে সেই গেম জিতে নেন রিও অলিম্পিক্সে রুপোজয়ী শাটলার। এর পরের গেমে অবশ্য কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন ই চেয়ুং। কিন্তু সিন্ধুর ক্ষিপ্রতার সামনে একেবারেই দাঁড়াতে পারেননি শেষ মুহূর্তে। ২১-১৬ ব্যবধানে জয় পান দ্বিতীয় গেমেও সিন্ধু।
এর আগে পি ভি সিন্ধু রবিবার মহিলা ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে উড়িয়ে দেন স্ট্রেট গেমে। ২১-৭ ও ২১-১০ গেমে ইসরায়েলের প্রতিপক্ষ সেনিয়া পোলিকারপোভাকে হারিয়েছিলেন সিন্ধু। প্রথম গেম জিততে সময় নিয়েছিলেন ১৩ মিনিট। দ্বিতীয় গেম জিতেছিলেন ১৬ মিনিটে। সব মিলিয়ে মাত্র ২৯ মিনিটে জিতে পরের রাউন্ডে উঠেছিলেন সিন্ধু।
সিন্ধু রিওতে ব্যাডমিন্টনে সিঙ্গলসে রুপো জিতেছিলেন। তার পর থেকেই এবারের অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার হিসেবে মানা হচ্ছে তাঁকে। রিওতে ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও হারতে হয় সিন্ধুকে। বিশ্ব ক্রমতালিকাতেও হংকংয়ের প্রতিদ্বন্দ্বীর থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন সিন্ধু। তাই স্বাভাবিকভাবেই ম্যাচে যে এগিয়ে থেকেই কোর্টে নামবেন তিনি, তা বলাই বাহুল্য।
এদিন এর আগে মহিলাদের হকিতে ভারতীয় দল হেরে গেল গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হারতে হয়েছিল। আর দ্বিতীয় ম্যাচে জার্মানির বিরুদ্ধেও হারতে হয় রানি রামপলকে। এবার গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচেও গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে হারতে হল ভারতীয় দলকে।